
বিজয়ের মাস ও খালেকের মাফলার
বিজয় উদযাপনে আমরা নিশ্চয়ই অতীতের গল্পগাথা আর অর্জন-বিসর্জনের আলোচনা করব। কিন্তু একই সঙ্গে চাওয়া আর পাওয়ার হিসাব মিলিয়ে বিজয়কে সব মানুষের সব সময়ের বিজয়ে পরিণত করার প্রচেষ্টাও তো থাকতে হবে। ভুললে চলবে না, আমাদের শুধু অতীত নেই, ভবিষ্যৎও আছে। তবে সেটা আপনাআপনি আসে না। তাকে নির্মাণ করতে হয়। ভবিষ্যতের ভিত্তি রচনা করে বর্তমান। লিখেছেন গওহার নঈম ওয়ারা।