![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2019%2F12%2F14%2Fsangram-1.jpg%3Fitok%3DmS4o007C)
সংগ্রাম কার্যালয়ে ভাঙচুর-তালা, সম্পাদক গ্রেপ্তার
এনটিভি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:৫৫
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখায় দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে ভাঙচুর করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। তারা পত্রিকার সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করে পত্রিকার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট সংলগ্ন এলাকায় দৈনিক সংগ্রামের কার্যালয়ে এ ভাঙচুর চালানো হয়। এতে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো.