
‘পিডাইয়া মাইরালা’
আবরার হত্যার পর মনে হয়েছিল হত্যার এই ধারা থেমে না গেলেও অন্তত থমকে যাবে। হত্যার নেশায় আচ্ছন্ন মাতালেরা চুপ থাকবে কিছুদিন। সেটা হয়নি। বরং অন্যায়-অবিচার, অপরাধ দমনের সহজ আর দ্রুততম পথ হিসেবে ‘এখুনি মেরে ফেলার’ চর্চাটা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। লিখেছেন গওহার নঈম ওয়ারা