আইন সংশোধনে কমবে ভূমি জরিপ মামলার জট
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৭:০৪
ঢাকা: ভূমি জরিপ ট্রাইব্যুনালের বিপুলসংখ্যক মামলার জট কমাতে সরকার বিচারকদের আর্থিক অধিক্ষেত্র বাড়িয়ে আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন আইনজ্ঞরা। তাঁরা বলেছেন, ট্রাইব্যুনালগুলোয় যেসংখ্যক মামলা রয়েছে, তা একজন বিচারকের পক্ষে নিষ্পত্তি করা অসম্ভব। এর জন্য এখতিয়ারভুক্ত আদালত বাড়াতে হবে। বিচারকদের আর্থিক অধিক্ষেত্র বাড়িয়ে প্রচলিত আইনটি সংশোধন করা হলে ভূমি জরিপ বিরোধ দ্রুত নিষ্পত্তি করা যাবে।