You have reached your daily news limit

Please log in to continue


হারিয়ে যাচ্ছে মান্দিদের আদি উৎসব

সারা দেশে পালিত হচ্ছে মান্দিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ‘ওয়ানগালা’। ‘ওয়ানগালা, ওয়ানগালা আচিকরাং ওয়ানগালা, ওয়ানগালা, ওয়ানাগালা... মিদ্দিনা রুগালা।’ এ সময় এমন গানের সুর ওঠে মান্দি গ্রামগুলোতে। কীভাবে পালিত হচ্ছে এ উৎসবটি? তা জানার আগে কেন মান্দিরা ওয়ানগালা পালন করে? সেটি তুলে ধরছি। সাধারণত বর্ষার শেষে ও শীতের আগে, নতুন ফসল তোলার সময় এ উৎসবের আয়োজন চলে। তার আগে মান্দিদের নতুন খাদ্যশস্য খাওয়া নিষেধ থাকে। ‘ওয়ানা’ শব্দের অর্থ দেব-দেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ শব্দের অর্থ উৎসর্গ করা। এদের বিশ্বাস, দেবতা মিসি সালজংয়ের নির্দেশে সূর্য বীজ থেকে চারার অঙ্কুরোদ্‌গম ও তার পরিপক্বতা ঘটায়। তাই ফসল গ্রহণের আগে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এ উৎসবে। একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলা হয়ে থাকে। মান্দিরা ওয়ানগালার প্রথম দিনকে ‘রুগালা’, দ্বিতীয় দিনকে ‘সাসাত স’আ’ ও তৃতীয় দিনটিকে বলে ‘ক্রাম গগাতা’। নানা আচারের মাধ্যমে তারা দিনগুলো পালন করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন