হারিয়ে যাচ্ছে মান্দিদের আদি উৎসব

দেশ রূপান্তর সালেক খোকন প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯, ১২:০৭

সারা দেশে পালিত হচ্ছে মান্দিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ‘ওয়ানগালা’। ‘ওয়ানগালা, ওয়ানগালা আচিকরাং ওয়ানগালা, ওয়ানগালা, ওয়ানাগালা... মিদ্দিনা রুগালা।’ এ সময় এমন গানের সুর ওঠে মান্দি গ্রামগুলোতে। কীভাবে পালিত হচ্ছে এ উৎসবটি? তা জানার আগে কেন মান্দিরা ওয়ানগালা পালন করে? সেটি তুলে ধরছি। সাধারণত বর্ষার শেষে ও শীতের আগে, নতুন ফসল তোলার সময় এ উৎসবের আয়োজন চলে। তার আগে মান্দিদের নতুন খাদ্যশস্য খাওয়া নিষেধ থাকে। ‘ওয়ানা’ শব্দের অর্থ দেব-দেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ শব্দের অর্থ উৎসর্গ করা। এদের বিশ্বাস, দেবতা মিসি সালজংয়ের নির্দেশে সূর্য বীজ থেকে চারার অঙ্কুরোদ্‌গম ও তার পরিপক্বতা ঘটায়। তাই ফসল গ্রহণের আগে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এ উৎসবে। একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলা হয়ে থাকে। মান্দিরা ওয়ানগালার প্রথম দিনকে ‘রুগালা’, দ্বিতীয় দিনকে ‘সাসাত স’আ’ ও তৃতীয় দিনটিকে বলে ‘ক্রাম গগাতা’। নানা আচারের মাধ্যমে তারা দিনগুলো পালন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও