কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজধানীতে পুলিশের সোর্সকে পিটিয়ে হত্যা

মানবজমিন প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯, ০০:০০

রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় মুরাদ বেপারী (৩২) নামে পুলিশের এক সোর্সকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় কয়েকদিন আগে ওই ৩ জনকে পুলিশে ধরিয়ে দেন নিহত মুরাদ। আর এতেই ক্ষিপ্ত হয়ে জেল থেকে বেরিয়ে মুরাদকে পিটিয়ে হত্যা করে তারা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনরা জানান, মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার বেতকা গ্রামের মৃত আনোয়ার হোসেন বেপারীর ছেলে মুরাদ। বর্তমানে স্ত্রী ময়না আক্তার ও একমাত্র ছেলে কাউসারকে (৮) নিয়ে খিলগাঁও জামতলা বগবাড়ি ১৩/০৮ নম্বর বাসায় থাকতেন এবং ১৬/১৭ বছর ধরে পুলিশের সোর্সের কাজ করতেন। নিহত মুরাদের ভাগিনা মো. তাজুল ইসলাম জানান, রাত ১২ টার দিকে মুরাদ থানায় কাজ শেষ করে একা পায়ে হেটে বাসায় ফিরছিলো। পথে সিপাহীবাগ আইসক্রীম ফ্যাক্টরির পাশে স্থানীয় মাদক ব্যবসায়ী মিন্টুসহ কয়েকজন তাকে ধরে পাশের একটি নির্মানাধীন ভবনের নিচে নিয়ে যায়। সেখানে তারা হাতুড়ি, রড, বাঁশ দিয়ে মুরাদকে পিটিয়ে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, মুরাদ পুলিশের সোর্সের কাজ করতেন। মাদক ব্যবসার অভিযোগে কয়েক দিন আগে এলাকার মিন্টু, মিলন, সোহেলকে ধরিয়ে দেন তিনি। এরপর থেকেই মুরাদের উপর তারা ক্ষিপ্ত ছিল। তার জের ধরেই তারা মুরাদকে পিটিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই ওই ৩জনকে আটক করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও