সৌদিতে নারী শ্রমিক না পাঠানোর সিদ্ধান্ত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
                        
                            দৈনিক আমাদের সময়
                        
                        
                        
                         প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০
                        
                    
                নির্যাতনের শিকার হলেও সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নির্যাতনের শিকার হয়ে নারী শ্রমিকরা ফেরত আসছেন। এ অবস্থায় নারী শ্রমিক পাঠানো বন্ধ করার কোনো সিদ্ধান্ত আছে কিনা। জবাবে মন্ত্রী বলেন, নারী শ্রমিক পাঠানো বন্ধ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। সমাধানের পথ বের করার চেষ্টায় আছি। এ ছাড়া সৌদি আরবে…