শ্যামনগরে সেনা সদস্যরা প্রস্তুত, প্রয়োজন হলেই তৎপরতা
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯, ০৪:৩৭
দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে ভুক্তভোগীদের সাহাজ্যে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। প্রয়োজন হলেই তৎপরতা চালাবেন সেনা সদস্যরা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুর্যোগ পরবর্তী সময়ে সেনা সদস্যের তৎপরতা ও কার্যক্রম পরিচালনা বিষয়ক জরুরি বৈঠকের পর এ তথ্য জানান বাহিনীর মেজর তানজির হোসেন। শনিবার রাত সাড়ে ১০টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম কামরুজ্জামানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে মেজর তানজির বলেন, সরকারের নির্দেশনায় আমরা এখানে দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে মানুষদের জন্য কাজ করতে এসেছি। আপনারা যেভাবে চাইবেন আমরা সেভাবেই আমাদের কার্যক্রম পরিচালনা করবো। বৈঠকে…