You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, তারা সকলে ডাকাত ছিলেন। র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মাহমুদুল হাসান মামুন বলেন, একদল লোক মহাসড়কে ডাকাতি করার জন্য ছোট কুমিরা এলাকায় অবস্থান নিয়েছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল গভীর রাতে সেখানে অভিযানে যায়। এ সময় ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও তখন আত্মরক্ষার জন্য গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, ১২ রাউণ্ড গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা মাহমুদুল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন