নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউপির সহড়ন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের একটি মাত্র রাস্তা দখল করা হয়েছে। একই রাস্তা দিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আমনারায়ণ গ্রামে বসবাসরত আদিবাসী নারী-পুরুষ হাঁটা-চলা করতেন। কথিত স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ কর্মী রাস্তাটি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার সহড়ন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় ৩০ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষক ও শিক্ষার্থী এবং আদিবাসী পাড়ার লোকজন ওই রাস্তা দিয়ে হাঁটা-চলা করছেন। হঠাৎ করে বুধবার সকালে স্থানীয় আকবর আলী খেড়কু নামের এক কথিত প্রভাবশালী আওয়ামী লীগ কর্মী কলাগাছ লাগিয়ে ও বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি দখল করে নিয়েছেন। বর্তমানে রাস্তাটি দিয়ে রিকশা ভ্যান জাতীয় কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। এ ব্যাপারে সহড়ন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, কিছুদিনের মধ্যেই রাস্তাটি পাকা করা হতো। কিন্তু হঠাৎ করে রাস্তাটি দখল করায় এখন তারা চিন্তিত। বিদ্যালয়ের শিশুদের ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে এখন কষ্ট হবে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু জানান, রাস্তা দখল হলে আমার করার কিছুই নেই। আর এটা কে দেখবে তাও তো আমার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, এ বিষয়ে আমি অবগত আছি। অবিলম্বে রাস্তাটি উদ্ধার করা হবে বলেও তিনি জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.