ছবি সংগৃহীত

স্মৃতির পাতায় 'একটি ফুল' ও একজন গোবিন্দ হালদার (গানের ভিডিওসহ)

priyo.com
লেখক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৫, ১৫:২৬
আপডেট: ১৭ জানুয়ারি ২০১৫, ১৫:২৬

(প্রিয়.কম) ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, ‘এক সাগর রক্তের বিনিময়ে’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘লেফট রাইট লেফট রাইট’, ‘হুঁশিয়ার হুঁশিয়ার’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘চলো বীর সৈনিক’, ‘বাংলার মাটি’ গানগুলো লিখে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে মানুষটি বিশেষ অবদান রেখেছেন তিনি গোবিন্দ হালদার। ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কলকাতার মানিকতলার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে তিনি মারা যান। ৮৫ বছর বয়সে চোখে কম দেখা, পরিপাক সমস্যা সহ নানা বার্ধক্যজনিক রোগেও ভুগছিলেন। প্রথম দিকে আর্থিক সংকটের কারনে চিকিৎসা হয়নি তার। পরবর্তীতে বাংলাদেশ সরকারের উদ্যোগে হালদার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন। গত ৩১ ডিসেম্বর চিকিৎসাধীন গোবিন্দ হালদারের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পাঠানো সাহায্য তুলে দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনের প্রধান জকি আহাদ। এ সময় প্রধানমন্ত্রী গোবিন্দ হালদারের সঙ্গে সরাসরি কথাও বলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারত সফরকালে নিজে গিয়ে অসুস্থ এই গীতিকারের সঙ্গে দেখা করে আসেন। গোবিন্দ হালদার ১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁতে জন্মগ্রহণ করেন। পরে চাকরির সূত্রে প্রায় পঞ্চাশ বছর আগে কলকাতায় পাড়ি জমান। আয়কর বিভাগে কর্মরত অবস্থায় বন্ধু কামাল আহমেদের অনুপ্রেরণায় এবং উৎসাহে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গান রচনা করেন। কামাল আহমেদ তাকে স্বাধীন বাংলা বেতারের কামাল লোহানীর সাথে পরিচয় করিয়ে দেন এবং তার হাতে ১৫টি মুক্তিযুদ্ধভিত্তিক গানের একটি খাতা দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্থানী হানাদার বাহিনীর বিপক্ষে স্বাধীন বাংলাদেশের মন্ত্রে দীক্ষিত মুক্তিযোদ্ধাদের মনোবল অক্ষুন্ন রাখতে তাঁর রচিত রক্তে আগুন জ্বালা দেশাত্ববোধক গানগুলো অসামান্য অবদান রাখে। ভারতের আকাশবাণী বেতারের তালিকাভুক্ত গীতিকার গোবিন্দ হালদারের গানগুলো মুক্তিসেনাদের যুগিয়েছে শক্তি, মুক্তিযুদ্ধে এনেছে গতি। ২০০৬ সালের মার্চ মাস জুড়ে বিবিসি বাংলার শ্রোতারা তাঁদের বিচারে সেরা যে পাঁচটি গান মনোনয়ন করেছেন, তার ভিত্তিতে বিবিসি বাংলা তৈরি করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকা। এর মধ্যে দুটি গান গোবিন্দ হালদারের লেখা। ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা’ গানটির সুরকার আপেল মাহমুদ। মূল শিল্পী স্বপ্না রায়ের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন আপেল মাহমুদ এবং সহশিল্পীরা। পাক বাহিনীর আত্মসমর্থনের খবর পাওযার পরপরই ১৬ই ডিসেম্বর সন্ধ্যায় প্রচারিত হয় ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি। অপর গানটি ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটিতেও সুর এবং কণ্ঠ দিয়েছেন আপেল মাহমুদ। গোবিন্দ হালদার সম্পর্কে স্মৃতিচারণা করে আপেল মাহমুদ বলেন, শ্রেণীহীন সমাজ ব্যবস্থার পক্ষে ছিলেন গোবিন্দ দা। সকলকে সমান ভাবে মূল্যায়ন করতেন। তার একটা কথাই আমার কানে বাজে। আমি যখন তাকে বলতাম আপনি আমাকে সৃষ্টি করেছেন, তখন তিনি পাল্টা বলতেন তুমি আমাকে নতুন পরিচয় দিয়েছো। পশ্চিমবঙ্গে কেউ আমাকে চিনতো না, তোমার কারণেই আমার এ পরিচিতি। কতটুকু উদার মনের মানুষ হলে এটা বলা সম্ভব তা আমি ভেবে পাই না। এই মহান গীতিকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটি আরেকবার দেখা নেয়া যাক। ভিডিও: [video:https://www.youtube.com/watch?v=tWT3H3bVl60] সূত্র: বাংলামেইল