৪৩তম বিসিএসে বাদ পড়াদের থেকে ১৬২ জন নিয়োগ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ মে ২০২৫, ১৯:৪৬

অবশেষে ৪৩ তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৬২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশন নিয়োগের জন্য সুপারিশ করলেও এই বিসিএসে ৬৫ জন এখনো নিয়োগ বঞ্চিত রইলেন।


সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে এদের নিয়োগ দিয়ে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১ জুন তাদের ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে কেউ চাকরিতে যোগ না দিলে তিনি চাকরিতে যোগ দিতে ইচ্ছুক না ধরে নিয়ে তার নিয়োগপত্র বাতিল করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


৪৩ তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে গত ৩০ ডিসেম্বর নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ জন। এর আগে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩ তম বিসিএস থেকে বাদ পড়েন ২৬৭ জন, তাঁদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অংশ না নেওয়া ৪০ জনকে বিবেচনায় আনা হয়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও