কোরিয়ান প্রতিষ্ঠান অর্থ না দেওয়ায় বন্ধ পয়োনিষ্কাশন প্রকল্পের কাজ

www.ajkerpatrika.com চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ২১ মে ২০২৫, ০৮:১০

চট্টগ্রাম শহরের আধুনিক পয়োনিষ্কাশনব্যবস্থার জন্য ২০১৮ সালে শুরু হওয়া প্রথম প্রকল্পটি সাত বছর পার করেও এখনো অসম্পূর্ণ। মাত্র ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে দুই দফা সময় বাড়ানো হলেও এবার নতুন সংকটে পড়েছে প্রকল্পটি। দীর্ঘ পাঁচ মাসের পাওনা পরিশোধ না করায় গতকাল মঙ্গলবার থেকে প্রকল্পের পাইপ বসানোর কাজ বন্ধ করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত উপঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। ফলে গুরুত্বপূর্ণ এ প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে আবারও শঙ্কা সৃষ্টি হয়েছে।


নগরের পয়োনিষ্কাশনব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা ২০১৭ সালে মাস্টারপ্ল্যান প্রণয়ন করে। এই পরিকল্পনা অনুসারে, গোটা নগরকে ছয়টি ক্যাচমেন্ট জোনে ভাগ করা হয়। এর মধ্যে প্রথম প্রকল্পটি ২০১৮ সালে শুরু হলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা এখনো শেষ হয়নি।


জানা গেছে, হালিশহর ক্যাচমেন্ট-১ এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পটি ২০১৮ সালের নভেম্বর মাসে অনুমোদিত হয় এবং প্রাথমিকভাবে ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। প্রকল্পটির প্রাথমিক বাজেট ছিল ৩ হাজার ৮০৮ কোটি টাকা। তবে কাজ বিলম্ব ও বিভিন্ন জটিলতার কারণে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৮ কোটি টাকায়। কোরিয়ান প্রতিষ্ঠান তিইয়ং প্রকল্পটির মূল ঠিকাদার। তবে ২০২৪ সালের ডিসেম্বর থেকে তারা তাদের অধীনে দেশীয় উপঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর পাওনা অর্থ পরিশোধ বন্ধ রেখেছে। এর প্রতিবাদে ১৮ মে সাতটি উপঠিকাদারি প্রতিষ্ঠান একযোগে একটি চিঠির মাধ্যমে ২০ মে থেকে পাইপ স্থাপনের কাজ বন্ধের ঘোষণা দেয়।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সময়কালের অর্থ প্রদান না হওয়ায় আমরা এইচডিপিই পাইপ বসানোর কাজ চালিয়ে যেতে পারছি না। এই পরিস্থিতিতে পয়োনিষ্কাশন প্রকল্পের ফেজ-১-এর আওতায় সব উপঠিকাদারি প্রতিষ্ঠান একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছে, বকেয়া অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ২০ মে থেকে এইচডিপিই পাইপ বসানো-সংক্রান্ত সব কাজ স্থগিত থাকবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও