 
                    
                    দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন: ইউনূস
উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সুন্দরভাবে’ জাতীয় নির্বাচন আয়োজনকে প্রাধান্য দিয়ে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরুর কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
তিনি বলেন, “বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ অগাস্ট আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজকে থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু, দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হচ্ছে সুন্দরভাবে নির্বাচন করা। এছাড়া বিচার ও সংস্কারের কাজ তো আছেই।”
বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপরাধের বিচার প্রক্রিয়ার বর্ণনা দিয়ে প্রেস সচিব বলেন, “চারটা মামলার বিচার শুরু হয়েছে, ২৭টি মামলার তদন্তের পর্যায়ে আছে এবং ১৬টি মামলার চার্জশিট হয়েছে।”
শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা ‘সফলভাবে’ চালিয়ে নেওয়ার জন্য বাণিজ্য উপদেষ্টার শেখ বশির উদ্দিনকে বৈঠকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                