ছবি সংগৃহীত

সিলেট-আখাউড়া রুটে চালু হলো ডেমু ট্রেন সার্ভিস

priyo.com
লেখক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৩, ০৮:৫২
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৩, ০৮:৫২

উদ্বোধন হলো সিলেট-আখাউড়া রুটে চীন থেকে আমদানি করা ডেমু ট্রেন সার্ভিস। সিলেট থেকে ১৭৭ কিলোমিটার দূরবর্তী আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছাতে সময় লাগবে সোয়া ৬ ঘণ্টা। বুধবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও রেলমন্ত্রী মুজিবুল হক আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। জানা গেছে, দেড়শ আসন বিশিষ্ট একটি ট্রেন দিয়েই আপাতত যাত্রীদের সেবা দেবে রেলওয়ে। সিলেট থেকে ১৭৭ কিলোমিটার দূরবর্তী আখাউড়া রেলওয়ে জংশনে সোয়া ৬ ঘণ্টায় ট্রেনটি পৌঁছাবে। ইতোমধ্যে এ রুটের ১৭টি স্টেশন, ভাড়ার তালিকাসহ ট্রেনটি চলাচলের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, চীন থেকে আমদানি করা ডেমু ট্রেন দিয়েই ট্রেন চালুর উদ্যোগ নেয় রেলপথ মন্ত্রণালয়। উভয় দিকে ইঞ্জিন স্থাপনকৃত ট্রেনটিতে রয়েছে দেড়শ আসন। এছাড়াও দাড়িয়ে যেতে পারবে দেড়শ যাত্রী। তিন বগি বিশিষ্ট এই ট্রেনটি সিলেট-আখাউড়া রুটে লোকাল ট্রেন হিসেবে চলাচল করবে। গত মাসে সিলেট-আখাউড়া রুটে ডেমু ট্রেন চালুর কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়। এক মাস পর পুনরায় এই রুটে ডেমু ট্রেন চালুর উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে। জানা গেছে, সিলেট রেলওয়ে স্টেশন থেকে ভোর ৫টা ৩৫ মিনিটে ট্রেনটি ছেড়ে আখাউড়া স্টেশনে পৌঁছবে দুপুর পৌনে ১২টায়। আখাউড়া স্টেশন থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছবে রাত ১০ টায়। সিলেট-আখাউড়া রুটের মোগলাবাজার, মাইজগাঁও, বরমচাল, কুলাউড়া, লংলা, শমসেরনগর, ভানুগাছ, শ্রীমঙ্গল, রশিদপুর, সাতগাঁও, শায়েস্তাগঞ্জ, শাহজিবাজার, নোয়াপাড়া, মনতলা, হরষপুর, মুকুন্দপুর ও আখাউড়া স্টেশনে যাত্রীদের ওঠানামার জন্যে ট্রেনটি থামবে। তবে এই রুটের বেশ কয়েকটি স্টেশনকে বাদ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট রেলওয়ে স্টেশন থেকে ১৩ কিলোমিটার দূরবর্তী মোগলাবাজার স্টেশনে ১৫ টাকা, ২৬ কিলোমিটার দূরবর্তী মাইজগাঁও ১৫ টাকা, ৩৯ কিলোমিটার দূরবর্তী বরমচাল স্টেশনে ২০ টাকা, ৪৯ কিলোমিটার দূরবর্তী কুলাউড়া স্টেশনে ২৫ টাকা, স্টেশনে ৫৭ কিলোমিটার দূরবর্তী লংলা স্টেশনে ৩০ টাকা, ৭১ কিলোমিটার দূরবর্তী শমসেরনগর স্টেশনে ৩৫ টাকা, ৭৮ কিলোমিটার দূরবর্তী ভানুগাছ স্টেশনে ৪০ টাকা, ৯১ কিলোমিটার দূরবর্তী শ্রীমঙ্গল স্টেশনে ৪৫ টাকা, ১০৮ কিলোমিটার দূরবর্তী রশিদপুর স্টেশনে ৫০ টাকা, ১১৯ কিলোমিটার দূরবর্তী শায়েস্তাগঞ্জ স্টেশনে ৫৫ টাকা, ১২৯ কিলোমিটার দূরবর্তী শাহজিবাজার স্টেশনে ৬০ টাকা, ১৩৭ কিলোমিটার দূরবর্তী নোয়াপাড়া স্টেশনে ৬০ টাকা, ১৫০ কিলোমিটার দূরবর্তী মনতলা স্টেশনে ৬৫ টাকা, ১৫৮ কিলোমিটার দূরবর্তী হরষপুর স্টেশনে ৭০ টাকা, ১৬৬ কিলোমিটার দূরবর্তী মুকুন্দপুর স্টেশনে ৭০ টাকা ও ১৭৭ কিলোমিটার দূরবর্তী আখাউড়া স্টেশনে জনপ্রতি ৭৫ টাকা ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনটি চালুর পর যাত্রী সংখ্যা কেমন হবে এর একটি খসড়া তৈরি করে সিলেট থেকে টিকেটের চাহিদা চেয়ে ঢাকায় চিঠি পাঠানো হয়েছে। সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান, ডেমু ট্রেন চালুর মাধ্যমে সিলেট-আখাউড়া রুটে যাতায়াতকারী লোকজন রেলওয়ের একটি ভিন্ন সেবা পাবেন। এতে যাতায়াত খরচও হবে কম। আপাতত একটি ট্রেন দিয়ে এই সেবা চালু করা হলেও ভবিষ্যতে ডেমু ট্রেনের সংখ্যা বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। ফাইল ফটো