You have reached your daily news limit

Please log in to continue


বৃষ্টি না থাকলেও ঢাকায় কমেছে বায়ুদূষণ, বাতাস আজ সহনীয়

ঢাকায় বৃষ্টিপাত কমলেও বাতাসের দূষণের ক্ষেত্রে পরিস্থিতি বেশ উন্নত হয়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ শনিবার ঢাকার বায়ুমানে বেশ উন্নতি হয়েছে। অর্থাৎ, বাতাসে দূষণ কমেছে। বায়ুদূষণ নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউ এয়ারের হিসাব অনুসারে, আজ সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার বায়ুমান ছিল ৭৩, যা সহনীয় বাতাসের নির্দেশক।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান সূচক পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্যমতে, আজ শনিবার দূষিত শহরের তালিকায় ৭৩ বায়ুমান নিয়ে ঢাকার অবস্থান ১৯। তালিকার শীর্ষের থাকা পাঁচটি শহর হলো—গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১৯০), ভিয়েতনামের রাজধানী হ্যানয় (১৬৬), পাকিস্তানের লাহোর (১৬২), উগান্ডার রাজধানী কাম্পালা (১৪৯) ও চিলির রাজধানী সান্তিয়াগো (১৩৬)।

এর আগে, গত বৃহস্পতিবার ৮৬ বায়ুমান নিয়ে ঢাকার অবস্থান ছিল ১৭। তার আগের দিন অর্থাৎ, বুধবার ঢাকার বায়ুমান ছিল ৯৬ এবং অবস্থান ছিল ১৭। ফলে, আজ র‍্যাংকিং এবং বায়ুমান দুই জায়গাতেই যথেষ্ঠ উন্নতি করেছে ঢাকা।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন