ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া আচরণ বিধিমালার বিষয়ে অনলাইনে নাগরিকদের মতামত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
যারা মতামত দিয়েছেন, তাদের অনেকেই আসন্ন নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা— এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ইসি বলছে, উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে বিধিমালা পরিমার্জন করা হবে।
গত ১৯ জুন ‘রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা ২০২৫’ চূড়ান্ত করে ইসি। এরপর নাগরিকদের মতামত নিতে ২৯ জুন সেটি প্রকাশ করা হয় ইসির ওয়েবসাইটে।
ই-মেইলের ([email protected]) মাধ্যমে ইসির জ্যেষ্ঠ সচিব বরাবর এ মতামত পাঠাতে বলে ইসি। মতামত পাঠানোর সময় ছিল ১০ জুলাই পর্যন্ত।
শুক্রবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, “আমরা অনেক ধরনের মতামত পেয়েছি, তার মধ্যে এআই একটা। আগামী সপ্তাহে এটা কমিশনে উপস্থাপন করতে পারি।”
ভোটে এআইয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ থাকার কথা বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরাও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুর রাজ্জাকের মতে, মানুষ যদি নেতিবাচক কিছু করতে চায়, তাহলে এআইয়ের মাধ্যমে নানাভাবে তা করতে পারে।
“এআই বিভিন্ন ধরনের কৃত্রিম ছবি তৈরি করে দিতে পারে; যেগুলোর আসলে কোনো অস্তিত্ব নাই। কারো ক্ষতি করতে চাইলে এ ধরনের ছবি, ভিডিও ইত্যাদি তৈরি করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারে।