গাজীপুরে কভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

বিডি নিউজ ২৪ কালিয়াকৈর প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ১৮:৩৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।


শুক্রবার দুপুরে উপজেলার বড়চালা এলাকায় কালিয়াকৈর মাওনা আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান।


নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বর ঘাট গ্রামের ছাবেদ আলী প্রামাণিকের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরিন নাহার (৩০) ও তাদের ১২ বছরের ছেলে মো. হুরাইরা এবং গাজীপুরের মাওনার কেউরা এলাকার প্রয়াত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫)।


প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আব্দুল মান্নান বলেন, কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক দিয়ে একটি কভার্ড ভ্যান শ্রীপুর উপজেলার মাওনার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয় কভার্ড ভ্যানটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী জাহিদুল ও শফিকুল মারা যান। গুরুতর আহত হন আরও তিন যাত্রী।


স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে জাহিদুল ইসলামের স্ত্রী ও ছেলের মৃত্যু হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও