You have reached your daily news limit

Please log in to continue


রংপুরে স্বাধীনতার স্মারক ম্যুরাল থেকে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি

রংপুর নগরের মর্ডান মোড়ে স্বাধীনতার স্মারক ম্যুরাল ‘অর্জন’ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্প্রে ক্যান ও কালো রং দিয়ে মুছে দেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত কয়েক শিক্ষার্থী। এই কাজে তাঁরা রংপুর সিটি করপোরেশনের বিম লিফটার ব্যবহার করেন।

১৯৭১ সালের ২৮ মার্চ রংপুরের বীর জনতা বাউঙ্কা, লাঠি, বল্লম, কোঁচ আর তির–ধনুক নিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করেন। স্বাধীনতার স্মারক ম্যুরাল ‘অর্জন’-এ সেই ঐতিহাসিক ঘটনা উপস্থাপন করা হয়েছে। ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে ম্যুরালটির উদ্বোধন করা হয়। এর উচ্চতা প্রায় ৩৫ ফুট।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল রাত সাড়ে ৯টায় সিটি করপোরেশনের বিম লিফটার নিয়ে আসেন শিক্ষার্থীরা। তবে বিম লিফটাররা ছোট হওয়ায় কয়েকবার চেষ্টা করেও তাঁরা ছবি মুছতে পারছিলেন না। পরে কাঠের মাথায় কাপড় পেঁচিয়ে তাতে রং ও স্প্রে মাখিয়ে শেখ মুজিবের ছবি মুছে দেন গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল ইসলাম ও প্রিন্স আহমেদ (পলাশ)। ম্যুরালে মুক্তিযুদ্ধের অন্য ছবি অক্ষত আছে।

পরে রাজিবুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচার সরকারের প্রতীক বিভিন্ন জায়গা থেকে ভেঙে ফেলা হয়েছে। মডার্ন মোড়ের ম্যুরাল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপিকে বলেছিলাম, কিন্তু তারা উদ্যোগ নেয়নি। তাই আমরা আহত জুলাইযোদ্ধারা ছবিটি মুছে দিলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন