ছবি সংগৃহীত

সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে যাবেন পরিবারের সদস্যরা

priyo.com
লেখক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৫, ০৪:৫৪
আপডেট: ১৯ নভেম্বর ২০১৫, ০৪:৫৪

ছবি: ফাইল ছবি

(প্রিয়.কম) মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন পরিবারের সদস্যরা।

সাকা চৌধুরীর ছোট ছেলে হুম্মম কাদের চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, ‘কেন্দ্রীয় কারাগার থেকে সাক্ষাতের জন্য মৌখিক অনুমতি নেয়া হয়েছে। বেলা ১১টার দিকে গিয়ে লিখিত অনুমতি নেয়া হবে।’ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবিরও এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাউদ্দিনকে এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে রাখা হয়েছে বলে জানা গেছে। বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী ফাঁসির আদেশ বহাল থাকল। এবার রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।