You have reached your daily news limit

Please log in to continue


‘এনসিপির বাচ্চা পোলাপান ডিসি-এসপির অফিসে পায়ের ওপর পা দিয়ে বসে থাকে’

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ বলেছেন, আমরা ৫ আগস্টের পর কোনো সরকারি কর্মকর্তার অফিসে গিয়ে কারো দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করিনি। কিন্তু আমরা দেখেছি, সমন্বয়কের নামে এনসিপির বাচ্চা বাচ্চা পোলাপান ডিসি-এসপির অফিসে পায়ের ওপর পা দিয়ে বসে থাকে। 

তিনি আরও বলেন, যা হয়েছে, আমরা সহ্য করেছি। এখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন আপনারা। আজকের পর থেকে কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনাদের যদি দেখি, কোনো ডিসির অফিসে, এসপির অফিসে, থানায় গিয়ে দালালি করছেন, সালিশ করে চাঁদাবাজি করছেন যদি দেখি, তাৎক্ষণিক ওইখান থেকে টেনে-হিঁচড়ে এনে প্রশাসনের কাছে দেবো না, পুলিশে দেবো না, নিজেরাই বিচার করব।

গতকাল (মঙ্গলবার) বিকেলে নোয়াখালী জেলা শহরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন