
এনসিপির কোনো সদস্যের দিকে চোখ রাঙালে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: বরিশালে নাহিদ ও হাসনাতের হুঁশিয়ারি
যদি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো সদস্যের দিকে কেউ চোখ রাঙায়, তবে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই কথার পুনর্ব্যক্ত করেছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও।
মঙ্গলবার (১৫ জুলাই) বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তারা। 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' স্লোগানে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করে এনসিপির বরিশাল ইউনিট। রাত নয়টা থেকে শুরু হওয়া সমাবেশ চলে রাত দশটা পর্যন্ত।
আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে 'জুলাই ঘোষণাপত্র' আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে বরিশালের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, '৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিলো গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন। তাই জেলা, উপজেলা—সর্বত্র এনসিপির ইউনিট গঠন করে দলকে গতিশীল করতে হবে।'