
গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা
হামলা-সংঘর্ষের মধ্যে গোপালগঞ্জ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
আজ বুধবার বিকেল ৫টার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তাদের গাড়িবহর গোপালগঞ্জ জেলা ত্যাগ করে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিকেল পৌনে ৫টায় টেলিফোনে তিনি বলেন, 'আমরা গোপালগঞ্জ শহর ত্যাগ করেছি। এখান থেকে আমরা খুলনার কাটাখালির দিকে যাচ্ছি।'
তিনি আরও বলেন, 'আমাদের পদযাত্রা চলবে। পরবর্তী কর্মসূচি আমাদের মাদারীপুর। কাটাখালি গিয়ে আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাব।'
এনসিপি নেতারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন বলেও জানান মুশফিক।
'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সভার আগে এনসিপির সমাবেশস্থলে ২০০-৩০০ স্থানীয় জনগণ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে।