ছাত্রদল কেন শিবিরকে ‘গুপ্ত সংগঠন’ বলছে?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৯:৫১

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর বিরোধীতা প্রকাশ্যে এসেছে। এতে প্রভাবিত ছাত্র সংগঠনগুলোও। বিশেষ করে সম্প্রতি ছাত্রশিবিরকে ‘গুপ্ত সংগঠন’ বলেও আখ্যা দিয়েছে ছাত্রদল। তবে কেন তারা শিবিরকে এই অ্যাখ্যা দিচ্ছে সেটি নিয়ে চলছে আলোচনা।


তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় একত্রে আন্দোলন করে বিএনপি ও জামায়াতে ইসলামী। এমনকি ৫ আগস্টের গণ-অভ্যুত্থানেও আন্দোলনে একাট্টা হয় দল দুটি। তবে বর্তমানে দল দুটির পরস্পর বিরোধী অবস্থান নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।


সম্প্রতি ছাত্রশিবিরকে ‘গুপ্ত সংগঠন’ বলে উল্লেখ করেছে ছাত্রদলের শীর্ষ নেতারা। তাদের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন ‘প্রোপাগান্ডা’ (অপপ্রচার) চালিয়ে যাচ্ছে ছাত্রশিবির। সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বিবিসি বাংলাকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে ছাত্রশিবির ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করেছে।


ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদল বিভিন্ন সময় রাজনীতির মাঠে কর্মসূচি দিলেও আদর্শগতভাবে কোনো মিল নেই উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি শুরু করেছে ছাত্রশিবির।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও