You have reached your daily news limit

Please log in to continue


শেখ হা‌সিনা মু‌জিববাদি আদর্শে দেশকে বিভাজন করে রেখেছিল: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এন‌সি‌পি) আহ্বায়ক না‌হিদ ইসলাম বলেছেন, ‘মু‌ক্তিযোদ্ধা বনাম রাজাকার—এই বিভাজনের মাধ্যমে শেখ হা‌সিনা দেশ‌কে বিভাজন করেছিল। মু‌জিববাদি আদর্শে দেশকে বিভাজন করে রে‌খে‌ছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা শেখ হা‌সিনার বিভাজনকে তোয়াক্কা না ক‌রে সামনের দিকে এগিয়ে গি‌য়ে‌ছিলাম।’

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভোলায় জুলাই পদযাত্রা শে‌ষে পথসভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা নতুন বাংলা‌দেশে অন্তর্ভু‌ক্তিকমূলক বাংলা‌দেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রু‌তি দিয়েছিলাম। যে বাংলাদেশ শ্রমিকের বাংলা‌দেশ, কৃষকের বাংলা‌দেশ ও আমজনতার বাংলা‌দেশ হ‌বে।’

এসময় এনসিপি আহ্বায়ক ব‌লেন, গণপ্রতিরোধের ফলে শেখ হা‌সিনা দেশ থে‌কে পা‌লিয়ে গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন