
ছবি সংগৃহীত
ফেলানি হত্যা দিবসে ২৬০০ শতাধিক ভারতীয় সাইট হ্যাক করলো বাংলাদেশের হ্যাকাররা
আপডেট: ০৮ জানুয়ারি ২০১৩, ০৯:৩৩
(প্রিয় টেক) গতকাল ৭ জানুয়ারি ফেলানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের হ্যাকাররা প্রায় ২৬০০ শতাধিক ভারতীয় ওয়েবসাইট হ্যাক করে প্রতিবাদ জানিয়েছে। ২০১৩ সালে বাংলাদেশি হ্যাকারদের এটাই ছিল সব থেকে বড় হ্যাকিং যুদ্ধ। হ্যাক করা সাইটগুলোর মধ্যে ডট কম, ডট নেট ছাড়াও রয়েছে শতাধিক স্থানীয় ডোমেইন.ইন।
সোমবার রাতের এই হ্যাকিং যুদ্ধে বাংলাদেশ থেকে আলাদা আলাদা বাংলাদেশ সাইবার আর্মি এবং বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস অংশ গ্রহণ করে। তবে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস এই যুদ্ধে অংশ নিয়েছে কিনা জানা জায়নি।
বাংলাদেশ সাইবার আর্মি দাবি করেছে তারা ১২৫০টি সাইট হ্যাক করেছে এবং বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস এই প্রতিবেদককে জানিয়েছে তারা হ্যাকিং শুরু করার প্রথম এক ঘণ্টাতেই ৪০০ শতাধিক এবং ভোর পর্যন্ত মোট ১৪০০ শতাধিক সাইট হ্যাক করেছে। বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস টিম থেকে ‘রোটাটিং রোটার’ নামের একজন হ্যাকার সোমবার রাতে হ্যাকড করা শতাধিক ভারতীয় সাইটের লিংক এই প্রতিবেদককে মেইল করে জানিয়েছেন।
এদিকে গতকাল ৭ই জানুয়ারী EVil eXe নামে বাংলাদেশ সাইবার আর্মির এক হ্যাকার পিক আওয়ারে ভারতীয় স্টক মার্কেট এবং ভারতের এক নম্বর টেলিকমিউনিক্যাশন সাইট DOS এ্যাটাক করে ডাউন করে ফেলে।
উল্লেখ্য পাঞ্জাব হেডলাইনের লিংক টিতে গিয়ে ৮ জানুয়ারি, ২০১৩ সকাল সাড়ে ৬টার সময় ফেলানির সেই ঝুলন্ত বিখ্যাত ছবিটি দেখা গেছে । ছবির নিছে লেখা রয়েছে “Felani, We didn’t Forget you, We never do”. ছবিটির উপরে লেখা রয়েছে Hacked By DemoniaC AxioM.
ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে এ বিষয়ক একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে হ্যাক করার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়েছে। ওই ভিডিও বার্তায় বলা হয়েছে, ‘ বাংলাদেশ সাইবার আর্মি’র পক্ষ থেকে স্বাগতম। ফিরে এলাম, পূর্বের চেয়ে আরো বড়, আরো বেশী বিস্ময় নিয়ে।
এই কথাগুলো তাদের জন্য, যারা মনে করেছিল ভারতের সাথে আমাদের যুদ্ধ শেষ। পূর্বে আমরা বলেছিলাম যে, আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাবো। যদিও আমরা ভেবেছিলাম আমাদের দাবী বিবেচনাধীন আছে কিন্তু পরিস্থিতির কোনো উন্নতিই হচ্ছে না বরং বর্বরতা সীমান্ত অঞ্চলে আরো বৃদ্ধি পেয়েছে। আজ ফেলানি দিবস উপলক্ষে আমরা আবার ভারতীয় সাইবার স্পেস এর উপর আক্রমণ শুরু করতে যাচ্ছি।’
ভিডিও শেয়ারিং সাইট ভিমিও এবং ইউটিউবে এ বিষয়ে তাদের ভিডিও বক্তব্য উপস্থাপন করেছে সাইবার আর্মি গ্রুপটি।
বাংলাদেশ সাইবার আর্মি আক্রমণ চালানো সাইটগুলো ভিজিট করে দেখা গেছে এগুলোর হোম পেজে সীমান্তে কাঁটা তারে ঝোলা নিহত ফেলানির ছবি আপলোড করে লেখা হয়েছে- ‘ফেলানি, আমরা তোমাকে ভুলিনি, আমরা কখনও ভুলতে পারি না।’ এ ছাড়া কোনো কোনোটির সাইট ডিডস অ্যাটাক করায় সেগুলো খোলা যাচ্ছে না। এর এডমিন প্যানেল লক করে দিয়েছে বাংলাদেশ সাইবার আর্মিরা। যেসব সাইট খুলছে সেখানে ফেলানিকে নিয়ে বিভিন্ন গান ও কবিতা আবৃত্তি শোনা যাচ্ছে।
এদিকে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস কোন সাইট হ্যাক না করলেও ফেলানিকে নিয়ে সামহোয়্যার ইন ব্লগে "আমাদের ক্ষমা করো ফেলানি" শিরোনামে একটি পোস্ট দিয়েছে। সেখানে 'হার্ট হ্যাকার' নামের একজন হ্যাকার লিখেছেন, যখন হ্যাকিং হয় দেশের হয়ে প্রতিবাদের অস্ত্র, যখন হ্যাকিং হয় দেশের হয়ে লড়ার মত সৌভাগ্যজনক, যখন হ্যাকিং হয় দেশের হয়ে আমার ভাই-বোনদের হত্যার প্রতিবাদ জানানোর ভাষা, তখন সরকারের চোখ রাঙ্গানো লাল চোখ, গ্রেফতারের ভয় এসব কিছুই আমাদের স্পর্শ করে না।
আমরা প্রয়োজনে গ্রেফতার হবো, কিন্তু আমাদের বিবেকের তাড়নায় আমরা আমাদের ভাই- বোনদের হত্যার বদলা নিতে আমরা পিচপা হবো না। আমরা কোন দেশ, হোক আমেরিকা, তাদের কাউকে পরোয়া করিনা! আমরা ওদের সাইবার স্পেসে ও হামলা করেছি বিভিন্ন কারণে। সুতরাং পৃথিবীর যেমন শক্তিশালী রাষ্ট্রই হোকনা কেন, আমাদের প্রতি অন্যায় হলে, তার প্রতিবাদের ভাষা কতো কঠোর হয় তা ভারত এবং পাকিস্তান খুব ভাল ভাবে টের পেয়েছে।
বাংলাদেশের হ্যাকারদের হ্যাক করা ভারতীয় সাইটের মধ্যে রয়েছে,
নিউজ পেপার
http://americanpunjabinews.com/,
http://zone2day.com/,
অনলাইন মুভি ডাউনলোড সাইট
http://www.onlineindianmovies.in/,
রেলওয়ে
http://railwayagents.in/,
শিক্ষা প্রতিষ্ঠান
http://slmposa.org/,
http://qualpol.com/,
http://www.rampolyclinic.com/,
http://buddhauniversity.com/e.html,
টেলিকম এবং VOIP
http://teleagents.in/,
http://uservoip.com/,
http://spdial.com/,
http://carevoip.com/,
http://nesma.sa.com/,
অনলাইন শপিং
http://simplexmech.com/,
http://vbmachines.com/,
http://businessbaazigar.in/,
ওয়েব হোস্টিং
http://demo.starwebmaker.us/,
http://demo2.starwebmaker.us/,
http://starwebmaker.us/,
মিডিয়া
http://hayermedia.com/,
টেকনোলজি
http://www.thetechnologyadvisor.com/wp-ontent/themes/TheTechNews/404.php,
বিজনেস ম্যাগাজিন
http://cwwice.com/bca.html,
এফ.এম রেডিও
http://humfm106.com/,
http://chat.humfm106.com/
ইত্যাদি।
এছাড়া আরও বিস্তারিত তালিকা দেখতে ভিজিট করতে পারেন প্রিয়.কমের ব্লগ সাইটে।
উল্লেখ্য গত বছর ৮ ফেব্রুয়ারি ২০১২ সালে বাংলাদেশের হ্যাকাররা ভারতের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করে এবং সে সময় ২৫০০০ এর বেশি ওয়েবসাইট হ্যাক করে।