You have reached your daily news limit

Please log in to continue


৯০ ছাড়িয়ে ১০০ কোটি ব্যবহারকারীর পথে স্ন্যাপ

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্ন্যাপ ইনকরপোরেটেডের বিশ্বজুড়ে মাসিক সক্রিয় ব্যবহারকারী ছাড়িয়েছে ৯০০ মিলিয়ন বা ৯০ কোটি। স্ন্যাপচ্যাটের প্যারেন্ট কোম্পানিটি এখন ১ বিলিয়ন বা ১০০ কোটি ব্যবহারকারী অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। স্ন্যাপের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। খবর দ্য ন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম তিন মাসে ব্যবহারকারীর পাশাপাশি আয়, বিজ্ঞাপন ও প্রযুক্তিগত উদ্ভাবনের দিকেও বড় অগ্রগতি দেখেছে স্ন্যাপ।

কোম্পানির তথ্যানুযায়ী, স্ন্যাপের মূল পরিষেবা স্ন্যাপচ্যাটের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ কোটি, যা গত বছরের তুলনায় প্রায় ৪ কোটি বেশি। মূলত তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা পাওয়া সোশ্যাল মিডিয়া অ্যাপটিতে ছবি ও ভিডিও শেয়ার ছাড়াও রয়েছে এআর ফিল্টার, স্টোরিজ, স্পটলাইট ও মেসেজিংয়ের মতো নানা ফিচার। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এসব ফিচারে নিয়মিত নতুনত্ব আনা হচ্ছে, যা ব্যবহারকারীদের ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

স্ন্যাপচ্যাট ছাড়া স্পেক্টাকলস, স্ন্যাপ, বিটমজি নামে কয়েকটি পরিষেবা ও পণ্য নিয়ে কাজ করে স্ন্যাপ।

প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞাপন থেকেও সংস্থাটির আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া বিজ্ঞাপনদাতার সংখ্যা আগের বছরের তুলনায় এবার ৬০ শতাংশ বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন