
পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর
চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান অন্তত দুটি ভারতীয় সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
বিষয়টি বেইজিংয়ের উন্নত যুদ্ধবিমানের পারদর্শিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলেও ভারতীয় বিমান বাহিনীর একজন মুখপাত্র প্রতিবেদনের ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
জে-১০ যুদ্ধবিমান ও পশ্চিমা প্রযুক্তির রাফাল যুদ্ধবিমানের মধ্যকার এই টক্বর বিশেষ পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় বড় সামরিক শক্তি। কারণ, সম্ভাব্য তাইওয়ান সংঘাত বা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের সক্ষমতা যাচাইয়ের জন্য এই পর্যবেক্ষণ কাজে লাগতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানান, পাকিস্তান নিশ্চিতভাবেই জে-১০ দিয়ে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (এয়ার টু এয়ার মিসাইল) ব্যবহার করেছে। অন্তত দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূপাতিত
- সামরিক বিমান