
চাকরির খোঁজ দিতে এআই ব্যবহার করবে লিংকডইন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ২১:০০
চাকরিপ্রার্থীদের জন্য চাকরির পদের নাম ও স্থানের বাইরে আরও ভালো নতুন চাকরি খুঁজে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার করবে লিংকডইন।
পেশাদারদের জন্য নেটওয়ার্কিং সাইটটি বলেছে, এআইচালিত তাদের নতুন এই চাকরি খোঁজার ব্যবস্থা ব্যবহারকারীদেরকে তাদের পছন্দের চাকরি সঠিকভাবে খুঁজে বের করতে সাহায্য করবে, যেখানে লোকেশন, ইন্ডাস্ট্রি ও পদের নাম ফিল্টার ব্যবহার না করে সরাসরি যা খুঁজছেন তা লিখে সার্চ করতে পারবেন তারা।
মাইক্রোসফটের মালিকানাধীন সেবাটি বলেছে, এর মানে হচ্ছে ব্যবহারকারীরা এখন চাকরি খোঁজার জন্য বাক্যবন্ধ ব্যবহার করতে পারবেন। যেমন ‘ফ্যাশনে এন্ট্রি-লেভেল ব্র্যান্ড ম্যানেজার পদ খুঁজে দিন’ বা ‘টেকসই চ্যালেঞ্জ সমাধান করতে ভালোবাসেন এমন বিশ্লেষকদের জন্য চাকরি’র মতো বাক্যাংশ ব্যবহার করে চাকরি খুঁজতে পারবেন।