
মেসেঞ্জারে কাকে মেসেজ করার অনুমতি দেবেন, নিয়ন্ত্রণ করুন নিজেই
ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা ক্রমেই জটিল হয়ে উঠছে। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে প্রায় প্রতিদিনই অসংখ্য পরিচিত-অপরিচিত মানুষের মেসেজ আসে। তবে আপনি চাইলে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন—কে আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আর কার মেসেজ সরাসরি ইনবক্সে না এসে মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে যাবে বা একেবারেই আসবে না।
মেসেঞ্জারে বার্তাগুলো আসা নিয়ন্ত্রণের জন্য সেটিংসের কিছু অপশন নির্বাচন করতে হবে। অপশনগুলো খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন।
২. এবার নিচের ডান দিকে থাকা ‘মেনু’ বাটনে ট্যাপ করুন।
৩. এখন ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৪. এবার স্ক্রল করে ‘প্রাইভেসি অ্যান্ড সেফটি’ অপশন নির্বাচন করুন।
৫. এবার ‘হু ক্যান রিচ ইউ’ সেকশনের নিচে থাকা ‘মেসেজ ডেলিভারি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখানে তিনটি অপশন দেখা যাবে—
ফ্রেন্ডস অব ফ্রেন্ডস—এই অপশন থেকে শুধু ফেসবুক বন্ধুদের মেসেজ পাঠানোর অনুমতি দিতে পারেন। এতে অপরিচিতদের মেসেজ আসবে না। এ ছাড়া মেসেজগুলো চ্যাটে সরাসরি আসবে কি না মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারে আসবে, তা নির্বাচন করতে পারবে। এ ছাড়া ‘ডু নট রিসিভ রিকোয়েস্ট’ অপশনে ট্যাপ করলে মিউচুয়াল বন্ধুরাও মেসেজ পাঠাতে পারবেন না।