
ছবি সংগৃহীত
দারুন ৭টি মেহেদি ডিজাইন দেখে নিন ছবিতে!
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫, ১০:৪৮
ফটো ক্রেডিট:desktophdphotos.com
(প্রিয়.কম)- শীতকালকে বিয়ের মৌসুম বলা যায়। আর মেহেদি ছাড়া বিয়ে সেটা কল্পনা করা যায় না। নতুন নতুন ডিজাইনে কনুই থেকে হাতের আঙুল পর্যন্ত মেহেদি দিয়ে রাঙা থাকে কনের হাত। শুধু কি কনে? কনের বোন, বন্ধবী, কাজিন এমনকি মায়ের হাতেও আজকাল মেহেদি দেখা যায়। একসময় ছিল তখন শুধু হাতই মেহেদি রাঙা হত। কিন্তু এখন সময়ের সাথে সাথে মেহেদি লাগানোর কিছুটা পরিবর্তন এসেছে। এখন হাতের সাথে সাথে পায়েও মেহেদি লাগানো হয়ে থাকে। বর্তমান সময়ে পার্লারের উপর নির্ভর না করে কনে নিজেই নিজের মেহেদি ডিজাইন করে থাকেন। দেখে নিন বর্তমানে সময়ে কিছু আলোচিত মেহেদির ডিজাইন। যে ডিজাইনগুলো কনে এবং কনের বান্ধবী, বোন সবাই লাগাতে পারে।
১। হাতের কনুই থেকে আঙুল পর্যন্ত এইভাবে লাগাতে পারেন মেহেদি।
২। হাতের তালুতে লাগাতে পারেন মেহেদির এই ডিজাইনটি।
৩। আজকাল পায়েও মেহেদি পরতে দেখা যায়। এইভাবে রাঙ্গাতে পারেন আপনার পা দুটিকে।
৪। আপনি যদি সাধারণ ডিজাইন পছন্দ করেন, তবে এইরকম ডিজাইন করে ফেলতে পারেন খুব সহজে।
৫। মেহেদির এই ডিজাইনটিও বেশ জনপ্রিয় বর্তমান সময়ে।
৬। দুই হাত জুড়ে কনুই থেকে আঙুল পর্যন্ত মেহেদি লাগিয়ে নিতে পারেন।
৭। খুব বেশি জমকালো ডিজাইন যদি আপনার পছন্দ না হয় তবে এই রকম হালকা ডিজাইনে হাতে মেহেদি পরে নিতে পারেন।