ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও নরম রাখতে প্রাকৃতিক তেলের মধ্যে আমন্ড অয়েল বা বাদাম তেল এক অনন্য পছন্দ। ভিটামিন ই, ভিটামিন এ, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই তেল ত্বককে গভীরভাবে পুষ্টি জোগায়, শুষ্কতা দূর করে এবং বয়সের ছাপ কমাতে সহায়তা করে। নিয়মিত ব্যবহারেই মিলবে প্রাকৃতিক উজ্জ্বলতা ও মসৃণতা। চলুন জেনে নেওয়া যাক এর চমকপ্রদ ৭টি উপকারিতা।
ত্বকের গভীরে আর্দ্রতা পৌঁছে দেয়: শুষ্ক ও রুক্ষ ত্বকে আমন্ড অয়েল যেন প্রাকৃতিক ময়েশ্চারাইজারের মতো কাজ করে। এটি ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা ধরে রাখে, ফলে শীতকাল বা শুষ্ক আবহাওয়াতেও ত্বক থাকে কোমল ও প্রাণবন্ত।
বয়সের ছাপ ম্লান করে: ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি কোষ পুনর্গঠনে সাহায্য করে, বলিরেখা ও সূক্ষ্ম রেখা কমায় এবং ত্বকের স্থিতিস্থাপকতা ফিরিয়ে আনে।
প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে: নিয়মিত ম্যাসাজে দাগ, পিগমেন্টেশন ও ট্যান হালকা হয়ে ত্বকে ফুটে ওঠে স্বাভাবিক উজ্জ্বলতা।