You have reached your daily news limit

Please log in to continue


২৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত রাশিফল

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে যা শুধু পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে। সৌভাগ্য প্রকৃতপক্ষে সেইসব মহান লোকদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণ করে। সপ্তাহের মাঝদিকে বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রশংসার চেয়ে ভালো রং প্রদর্শন করবে। সঙ্গীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলো হৃদয়ে পোষণ করুন। সপ্তাহের শেষদিকে কোনো কারণে অযথা হয়রানি হতে পারে। অতিরিক্ত সাবধানে থাকতে হবে। শরীরে আঘাত লাগার আশঙ্কা, যানবাহনে সাবধানে চলুন।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে- সময়টি ভালোবাসার মানুষটির হাসি দিয়ে শুরু হবে, একে অপরের স্বপ্নে শেষ হবে। সমস্ত সময় চারপাশে প্রিয় মানুষের ভালোবাসা অনুভব করবেন। সুন্দর আনন্দদায়ক সময়। সপ্তাহের মাঝদিকে হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন। এটাই উপলব্ধি করার উপযুক্ত সময় যে দুশ্চিন্তা আপনার চিন্তাশক্তির প্রতিবন্ধী হচ্ছে। সপ্তাহের শেষদিকে বিয়ে একটি সুন্দর মোড় নেবে। বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ সময়। জীবনসঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে কোনো পুরানো বন্ধুর সঙ্গে পুনর্মিলন উদ্দীপনা বাড়িযে তুলবে। পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়াতে নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের সাথে এগোবেন যা আনন্দদায়ক মেজাজে রাখবে। সপ্তাহের মাঝদিকে একবার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ হবে না। এ সময় সত্য বুঝতে পারবেন। প্রেমঘটিত কোনো জটিলতা খুশিতে ইন্ধন যোগ করবে। সপ্তাহের শেষদিকে অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না। এতে শরীরের ক্ষতি হয়। আকাঙ্ক্ষা চিন্তাগুলো মন দখল করে রাখতে পারে, যা নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজনীয়।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে ঘরোয়া ব্যাপার ও গৃহস্থালীর থেমে থাকা কাজগুলো শেষ করার জন্য একটি অনুকূল সময়। কাজগুলো শেষ করার জন্য মহান ও উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন। ভয় পাবেন না, কারণ পুরানো কোনো সুযোগ ফিরে নাও আসতে পারে। সপ্তাহের মাঝদিকে ভাইয়ের কাজে নিয়মিত হস্তক্ষেপ করে তাকে অসন্তুষ্ট করতে পারেন। যেখানে পরামর্শ চাওয়া হয় সেখানে দেবেন; নয়ত পরামর্শ অনভিপ্রেত হতে পারে। সপ্তাহের শেষদিকে প্রেমের মানুষটির সঙ্গে চকলেট ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। চোখ কখনও মিথ্যা বলে না। সঙ্গীর চোখের সঙ্গে বিশেষ কিছু আজ সত্যিই বলবে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে এমন একটি সময় যখন হাসি সর্বদা লেগে থাকবে আর অপরিচিতদের পরিচিত মনে হবে। বিশেষ জাত আছে এমন কোনো কিছুতে আর্থিক জোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন। বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। সপ্তাহের মাঝদিকে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়া যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে। ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে, অনেক আত্মীয় সামনেই প্রশংসা করবে। সপ্তাহের শেষদিকে কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে। কারণ নিজের জীবন গাছের মতো করে তৈরি করেছেন, যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে অপরকে ছায়া দেয়।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে নিজের পদ্ধতিতে সত্যপরায়ণ ও যথাযথ হোন। দৃঢ় সঙ্কল্পতা ও দক্ষতা লক্ষণীয় হবে। মনে রাখা প্রয়োজন যে সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। সপ্তাহের মাঝদিকে অর্থ, বিনিয়োগ ও সঞ্চয় সম্বন্ধে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে হবে। সপ্তাহের শেষদিকে মনের শান্তি গুরুত্বপূর্ণ, এটি উপভোগ করার জন্য কোনো পার্ক, নদীর পাড় বা কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। খবর না দিয়েই কোনও আত্মীয় বাড়িতে আসতে পারে। আর তার আপ্যায়নে মূল্যবান সময় ব্যয় হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে খরচ বৃদ্ধি পাওয়াতে মন বিচলিত থাকবে। ঘরের পরিবেশ মন মতো নাও হতে পারে। এজন্য যোগ ব্যায়াম নিয়মিত করা উচিত যা ভাবনাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। আধ্যাত্মিক বা পরোপকারী গতিবিধিতে লিপ্ত হতে পারেন। সপ্তাহের মাঝদিকে একজন তারকার মতো আচরণ করুন। শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলো করুন। এমন মানুষদের সঙ্গে হাত মেলান যারা সৃষ্টিশীল। সপ্তাহের শেষদিকে প্রত্যয় বাড়বে আর উন্নতি নিশ্চিত। একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে। কিছু বাড়তি অর্থ উপার্জনের জন্য উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে পরিবারের সঙ্গে কেনাকাটায় প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন। সেমিনার ও প্রদর্শনীগুলো নতুন জ্ঞান ও যোগাযোগ সরবরাহ করবে। কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন। সপ্তাহের মাঝদিকে যারা এই পর্যন্ত অযথা বেশি অর্থ ব্যয় করেছেন তাদের হঠাৎ আর্থিক প্রয়োজন দেখা দেবে। তাই খরচ বৃদ্ধি মনকে প্রভাবিত করবে। সপ্তাহের শেষদিকে কর্মদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। নিজস্ব শৈলী ও কাজকর্ম করার অনন্য ‍উপায়গুলো এমন মানুষকে আগ্রহী করবে যারা আপনার কাছ থেকে দেখেছেন।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কাজের ক্ষেত্রে ভুল স্বীকার আপনার অনুকুলে যাবে। তবে কীভাবে এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে এ সময় রং প্রদর্শন করবে। সপ্তাহের মাঝদিকে সামাজিক জীবনেও অবহেলা করবেন না। ব্যস্ত সময়ের মধ্য থেকে সময় বের করে অনুষ্ঠানে যান। এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয়, সঙ্কোচও সরে যাবে। সপ্তাহের শেষদিকে সমস্যা হল টাকা ঝুলে থাকবে। সম্ভবত বেশি খরচ করবেন বা মানিব্যাগ অন্য জায়গায় রাখবেন। অসর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই আকস্মিক সফর ইতিবাচক ফল প্রাদন করবে। তাই ব্যবসায়ীদের ভালো সময়। সপ্তাহের মাঝদিকে পেশার ওপর আধিপত্য পরীক্ষিত হবে। তাই পছন্দসই ফলাফল পেতে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে। সময়টি ধৈর্যের পরীক্ষার জন্য ‘সেট’ করা আছে। শুধুমাত্র কর্মক্ষেত্রে এটি হারাবেন না। সপ্তাহের শেষদিকে নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা সময়টিকে কাজে লাগতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়ছে ও অগ্রগতি স্পষ্ট।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কোনো অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। তবে এর ফিলে নিরুৎসাহীত হওয়া উচিত নয়। পরিবর্তে এর থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। দুর্ঘটনা থেকে সাবধান হন। সপ্তাহের মাঝদিকে অত্যাধিক ভ্রমণ আপনাকে উন্মত্ত করে তুলবে। উত্তেজনার মেয়াদ বাজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে। আইটি চাকরিজীবীরা বিদেশ থেকে কোনো ডাক পেতে পারেন। তাই বন্ধুদের সঙ্গে আড্ডার পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম সদ্ব্যবহারের পরামর্শ রইল।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে স্বামী/ স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন আর রোমান্সের চরমমাত্রায় পৌঁছাবেন। সপ্তাহের মাঝদিকে অফিস থেকে আসার সময় সাবধানে গাড়ি চালানো দরকার, না হলে দুর্ঘটনা ঘটতে পারে আর বেশ কিছু দিনের জন্য অসুস্থ হতে পারেন। সপ্তাহের শেষদিকে সঙ্গীকে নিয়ে রোমান্টিক ভ্রমণে যান। এতে সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে। আধ্যাত্মিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য কোনো ধর্মীয় স্থান পরিদর্শন করাতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন