ছবি সংগৃহীত

কিশোর বয়সে হলিউডি ১০ তারকা

Dipanbita
লেখক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৫, ১৫:৫৪
আপডেট: ১২ আগস্ট ২০১৫, ১৫:৫৪

(প্রিয়.কম) কিশোরবেলা- জীবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়। দূরন্ত দিনগুলোতে অদেখা স্বপ্নগুলো তাড়িয়ে বেড়ায়, আর তাই রঙ ছড়িয়ে পড়ে ভবিষ্যতের সাফল্য ও স্বার্থকতায়। ছবিতে তেমনি কিশোরবেলায় হলিউডি ১০ তারকা-

অ্যাঞ্জেলিনা জোলি: তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই- অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, সমাজসেবক কিংবা আদর্শ মা- বিভিন্ন পরিচয়ে সফল তিনি। অস্কার, গিল্ড, গোল্ডেন গ্লোবসহ বিভিন্ন পুরস্কারের পাশাপাশি জয় করেছেন অসংখ্য ভক্ত অনুরাগীর হৃদয়।
ব্র্যাড পিট: উইলিয়াল ব্র্যাডলি আজ বিশ্বজুড়ে জনপ্রিয় ব্র্যাড পিট নামেই চেনেন সকলে। অভিনেতা ও প্রযোজকক হিসেবেই খ্যাত তিনি, জিতেছেন অস্কার এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার।
জর্জ ক্লুনি: আমেরিকান এই অভিনেতা, লেখক, নির্মাতা, প্রযোজক এবং বিপ্লবী নারী হৃদয়ে ঝড় তোলায় জুড়িহীন। ম্যানলি চেহারা এবং আবদেনময় অভিব্যক্তির জন্য বিখ্যাত হলেও কিশোরবেলায় ছিলেন তার উল্টো।
জনি ডেপ: ক্যাপ্টেন জ্যাক স্প্যারো পর্দায় এবং ব্যক্তিগত জীবনে রাফ অ্যান্ড টাফ ইমেজ ধরে রেখেছেন। কিন্তু জন কিস্টোফার কিংবা জনি ডেপের কিশোরকাল কেটেছে নিতান্তই সাধাসিধা। তার ভাষ্যমতে, তিনি ছিলেন লক্ষী ছেলে!
ব্রুক শিল্ড: আমেরিকান এই মডেল ও অভিনেত্রী কিশোরী বয়সেই বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৭৮ সালে 'প্রিটি বেবি' নামের একটি ছবিতে কিশোরী যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে বিতর্কিত হয়ে পড়েন।
এলভিস প্রিসলি: ২০ শতকের সংগীত জগতের ধারা বদলে দিয়েছেন তিনি। 'কিং অব রক এন রোল' কিংবা শুধুই 'কিং'- এলভিস অ্যারোন প্রিসলি গানের পাশাপাশি অভিনেতাও ছিলেন। কিশোর বয়সে গান নিয়েই ব্যস্ত থাকতেন তিনি।
কেট মস: মাত্র ১৪ বছর বয়সে স্ট্রম মডেল এজেন্সি খুঁজে বের করে ভবিষ্যতের দুনিয়া কাঁপানো মডেলকে। আর তাই শৈশবের গন্ডি পেরিয়েই ক্যমেরার সামনে নিজেকে মেলে ধরেছেন তিনি।
জন লেনন ও পল ম্যাকার্টি: বিশ্বখ্যাত এই দুই সংগীতশিল্পীর বন্ধুত্ব কিংবা সংগীতপথে যাত্রাটা দুনিয়া চেনে 'দ্য বিটলস' নামে, কিশোরকাল থেকেই তারা পথ চলেছেন একসঙ্গে।
ড্যানিয়েল ক্রেগ: নতুন এক জেমস্ বন্ডকে দুনিয়া দেখেছে তার মাধ্যমে, 'ক্যাসিনাে রয়্যাল' ছবির মাধ্যমেই প্রমাণ করেন তিনি। পর্দার এই সুপার এজেন্ট কিশোর বয়সে ছিলেন পাড়ার ছেলেদের উপহাসের পাত্র- এমন কথাই বলেছেন স্মৃতিকাতর বন্ড।
গিনেথ প্যাল্ট্রো: মডেল, অভিনেত্রী, গায়িকা এবং খাদ্য গবেষক গিনেথ কিশোর বয়স থেকেই ব্যস্ত তার ক্যরিয়ার নিয়ে। অবশ্য তখন ক্যারিয়ার নয়- তার কাছে গান ও অভিনয় ছিল নিতান্তই ভালোলাগা এবং শখের ব্যাপার।