ছবি সংগৃহীত

উইন্ডোজ ১০-এ পাওয়া যাবে ডাইরেক্ট এক্স ১২

techadmin
লেখক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৫, ১৪:৪২
আপডেট: ২৬ জানুয়ারি ২০১৫, ১৪:৪২

(প্রিয়.কম) মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর লেটেস্ট বিল্ডে যুক্ত করা হয়েছে গ্রাফিক্স সফটওয়্যার ডাইরেক্ট এক্স ১২। একইসাথে এই সফটওয়্যারটির কিছু ফিচার সম্পর্কেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক্সবক্স ডেভেলপার ফিল স্পেন্সার সম্প্রতি অনুষ্ঠিত ইভেন্টে জানান, ডাইরেক্ট এক্স সফটওয়্যারের আগের সংস্করণগুলোর তুলনায় এটি হবে আরও উন্নত এবং আধুনিক ফিচার সমৃদ্ধ। তিনি জানান, ডাইরেক্ট এক্স ১২ এবং উইন্ডোজ ১০ এর গ্রাফিক্যাল ফিচার নিয়ে ব্যবহারকারীদের মধ্যে কিছু সংশয় দেখা দিয়েছে। সফটওয়্যারটির মাধ্যমে সবচেয়ে ভাল ফলাফল পেতে চাইলে ব্যবহার করতে হবে উন্নতমানের গ্রাফিক্স কার্ড, এমন একটি ধারণা ব্যবহারকারীদের মধ্যে ছিল বলে জানান স্পেন্সার। কিন্তু ব্যাপারটি মোটেও সেরকম নয় বলে জানান তিনি। ডাইরেক্ট এক্স ১২ ব্যবহারের মাধ্যমে উন্নত গ্রাফিক্স অভিজ্ঞতা পেতে মোটেও গ্রাফিক্স কার্ড বদলে আরও উন্নত গ্রাফিক্স কার্ড যুক্ত করার প্রয়োজন নেই। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, ডাইরেক্ট এক্স ১২ সমর্থিত জিপিইউ যুক্ত করতে ইতোমধ্যেই বিভিন্ন হার্ডওয়্যার প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু করা হয়েছে। আর তাই এখনই সফটওয়্যারটির বিস্তারিত জানাতে আগ্রহী নয় প্রতিষ্ঠানটি। এএমডি, ইন্টেল এবং এনভিডিয়ার সাথে কাজ শুরু কথাও জানানো হয় মাইক্রোসফটের পক্ষ থেকে।