ফেসবুক, ইউটিউব ছাড়াও যেসব সামাজিক মাধ্যম সবচেয়ে বেশি ব্যবহার হয়
বর্তমান দুনিয়ায় দৈনন্দিন জীবনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। বন্ধুদের সঙ্গে কথা বলা হোক বা ভিডিও দেখা, ছবি শেয়ার করা কিংবা ব্যবসার প্রসার—সব ক্ষেত্রেই সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার দিন দিন বাড়ছে। ডেটা রিপোর্টালের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, এপ্রিলের শুরু পর্যন্ত করা হিসাবে বিশ্বজুড়ে সক্রিয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫২৪ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ৬৪ দশমিক ৭ শতাংশ।
সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ফেসবুক। সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকাটি করতে গিয়ে ডেটা রিপোর্টাল দুই ধরনের তথ্য বিবেচনা করেছে। কারণ, কোনো কোনো প্রতিষ্ঠান তাদের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছে আবার কোনো কোনো প্রতিষ্ঠান বিজ্ঞাপন রিচ প্রকাশ করেছে। এর ভিত্তিতে করা ওই প্রতিবেদনের আলোকে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি সামাজিক যোগাযোগমাধ্যম–সম্পর্কিত তথ্য জেনে নেওয়া যাক।
ফেসবুক
বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০৭ কোটি। ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠিত হয়। এর মূল প্রতিষ্ঠান মেটা।
ইউটিউব
সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকায় ইউটিউবের অবস্থান দ্বিতীয়। তবে এ ক্ষেত্রে ইউটিউবের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পাওয়া যায়নি। তাদের বিজ্ঞাপন রিচ প্রকাশ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ
তালিকায় তৃতীয় অবস্থানে আছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা অন্তত ২০০ কোটি। হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থা ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য গোপনীয়তা নিশ্চিত করে।
ইনস্টাগ্রাম
বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকায় ইনস্টাগ্রামের অবস্থান চতুর্থ। এপ্রিল পর্যন্ত হিসাব অনুযায়ী, এই মাধ্যমের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ কোটি।
টিকটক
তালিকার পঞ্চম অবস্থানে আছে টিকটক। এ ক্ষেত্রেও বিজ্ঞাপন রিচের হিসাব পাওয়া গেছে। মাসিক সক্রিয় ব্যবহারকারীর হিসাব পাওয়া যায়নি। ডেটা রিপোর্টালের তথ্য বলছে, এপ্রিল পর্যন্ত টিকটকের বিজ্ঞাপন প্রতি মাসে ১৮ বছর বা তার বেশি বয়সী ১৮৪ কোটি মানুষের কাছে পৌঁছাতে পেরেছে।
উইচ্যাট
বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকায় উইচ্যাটের অবস্থান ষষ্ঠ। এ মাধ্যমটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৩৯ কোটি। উইচ্যাট হলো চীনের একটি বহুমুখী অ্যাপ। এটি দিয়ে একই সঙ্গে বার্তা আদান–প্রদান ও লেনদেন করা যায়।
টেলিগ্রাম
তালিকায় টেলিগ্রামের অবস্থান সপ্তম। টেলিগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি। এটি কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখে। গোপনীয়তা বজায় থাকা এবং নানামুখী ফিচারের কারণে টেলিগ্রাম প্রায়ই ব্যবসায়িক যোগাযোগে ব্যবহৃত হয়।
মেসেঞ্জার
সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তালিকায় মেসেঞ্জারের অবস্থান অষ্টম। এ ক্ষেত্রে বিজ্ঞাপন রিচের হিসাব দেওয়া হয়েছে। মেসেঞ্জারে বিজ্ঞাপন দিয়ে প্রায় ৯৬ কোটি ৫০ লাখ মানুষের কাছে পৌঁছানো সম্ভব।
স্ন্যাপচ্যাট
তালিকায় স্ন্যাপচ্যাটের অবস্থান তৃতীয়। স্ন্যাপচ্যাটের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৮৫ কোটি। এ অ্যাপটি বিশেষভাবে কম বয়সীদের কাছে বেশি জনপ্রিয়।
দৌউইন
তালিকার দশম অবস্থানে আছে দৌউইন। এটি টিকটকের চীনা সংস্করণ। এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৭৭ কোটি। দৌউইনের প্রতিষ্ঠাকাল ২০১৬। এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স।