
সর্বাধিক বিক্রয়কৃত নারী বিষয়ক ইসলামী বইয়ের প্রচ্ছদের কোলাজ। ছবি : সংগৃহীত
নারী বিষয়ক কোন ১০টি ইসলামী বই সবচেয়ে বেশি বিক্রয় হয়
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪১
(প্রিয়.কম) বাংলা ভাষায় প্রকাশনা শিল্পে বিরাট একটি অংশ জুড়ে রয়েছে ধর্মীয় প্রকাশনা। সারা বছর বিভিন্ন আকার-আঙ্গিকের এবং বিষয়-প্রসঙ্গে বহু ইসলামী গ্রন্থ প্রকাশিত হচ্ছে। বাংলা ভাষায় প্রকাশিত ইসলামী বইয়ের তালিকার অন্যতম একটি হলো নারী বিষয়ক বই। প্রায় প্রতিটি ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান থেকেই এক বা একাধিক নারী বিষয়ক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং বাজারে এসব বইয়ের বিক্রিও ভালো। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের নিজস্ব স্টল বা দোকান থেকে নারী বিষয়ক ইসলামী বই যেমন বিক্রি হয়, তেমন বিক্রি হয় অনলাইনে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান থেকেও। বাংলাদেশের অনলাইনে বই বিক্রির যতগুলো অনলাইন প্লাটফর্ম রয়েছে রকমারি.কম তাদের অন্যতম একটি। প্রতিদিন প্রায় হাজার খানেক বিভিন্ন বই রকমারি.কম থেকে বিক্রি হয়। রকমারি.কম থেকে বিক্রি হওয়া বইয়ের বিভিন্ন প্রকার তালিকাও তৈরি করেন তারা। এই তালিকা প্রণয়নের তথ্য ঘেটে জানা যায়- নারী বিষয়ক কোন কোন ইসলামী বইগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বা হয়। পাঠক চলুন তাহলে আর দেরি না করে রকমারি.কম থেকে নারী বিষয়ক কোন কোন ইসলামী বইগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় সেগুলোর নাম ও সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেই।
১. হ্যাপী থেকে আমাতুল্লাহ- রকমারি.কম থেকে সর্বাধিক বিক্রয়কৃত নারী বিষয়ক ইসলামী বইয়ের তালিকার প্রথম স্থানে রয়েছে এই বইটির নাম। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল আজহার। বইটির বিক্রয় মূল্য ৮০টাকা। গ্রন্থটিতে মূলত হ্যাপী নামের একজন নায়িকার বদলে যাওয়া জীবনের গল্প বিবৃত হয়েছে। নায়িকা হ্যাপীর এই বদলে যাওয়া জীবনের গল্পগুলোকে সাক্ষাৎকার আকারে তুলে ধরেছে সাদিকা সুলতানা সাকী। রকমারি থেকে বইটি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে।
২. মুসলিম নারীর ব্যবহারিক জীবন ২০০০ প্রশ্ন-উত্তর- রকমারি.কম থেকে সর্বাধিক বিক্রয়কৃত নারী বিষয়ক ইসলামী বইয়ের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এই বইটির নাম। বইটি প্রকাশ করেছে সোনালী সোপান প্রকাশনী। বইটির বিক্রয় মূল্য ১৬৯ টাকা। বইটিতে মূলত মুসলিম নারী জীবনের বিভিন্ন বিধানকে প্রশ্ন-উত্তর আকারে সঙ্কলন করা হয়েছে। বইটির মূল রচয়িতা আল্লামা ইবরাহিম আল কোননা। বইটি অনুবাদ করেছেন ডক্টর শাহ মুহাম্মাদ আবদুল রহীম ও মোহাম্মাদ নাছের উদ্দীন। রকমারি থেকে বইটি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে।
৩. কোরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা- রকমারি.কম থেকে সর্বাধিক বিক্রয়কৃত নারী বিষয়ক ইসলামী বইয়ের তালিকার তৃতীয় স্থানে রয়েছে এই বইটির নাম। বইটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশন্স। গ্রন্থটির লেখক ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। গ্রন্থটিতে মূলত একজন মুসলিম নারীর পোশাক-পরিচ্ছেদ, পর্দা ও সাজ-সজ্জা গ্রহণ করার ব্যাপারে ইসলামের দিক-নিদের্শনাগুলো তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি কোন কোন বিষয় থেকে বিরত থাক উচিত তা বিবৃত হয়েছে। বইটির বিক্রয় মূল্য ১৫৪ টাকা। রকমারি থেকে বইটি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে।
৪. হে আমার মেয়ে- রকমারি.কম থেকে সর্বাধিক বিক্রয়কৃত নারী বিষয়ক ইসলামী বইয়ের তালিকার চতুর্থ স্থানে রয়েছে এই বইটির নাম। বইটি প্রকাশ করেছে হুদহুদ প্রকাশনী। এই বইটির মূল লেখক ড. আলী তানতাবী। বাংলাতে অনুবাদ করেছেন মাওলানা মুশাহিদ দেওয়ান। বইটি মূলত ড. আলী তানতাবীর লেখা একটি উপদেশনামা, যা তিনি তার মেয়েকে উদ্দেশ্য করে লিখেছিলেন। উপদেশনামায় তিনি তার মেয়েকে জাগতিক পৃথিবীর মোহমায়া ত্যাগ করে পরকালের চিরস্থায়ী জীবনের দীক্ষা প্রদান করেছেন। বইটির বিক্রয় মূল্য ৩৬টাকা। রকমারি থেকে বইটি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে।
৫. নট ফর সেল- রকমারি.কম থেকে সর্বাধিক বিক্রয়কৃত নারী বিষয়ক ইসলামী বইয়ের তালিকার পঞ্চম স্থানে রয়েছে এই বইটির নাম। বইটি প্রকাশ করেছে সিয়ান পাবলিকেশন। বইটি লিখেছেন রেহনুমা বিনতে আনিস। বইটিতে গল্পের আকারে নারী জীবনের বিভিন্ন বাস্তবতা কথা তুলে ধরা হয়েছে এবং প্রায় প্রতিটি ঘটনার মাঝেই ইসলামী আদর্শ ও কোরআন-হাদিসের দিক-নিদের্শনাকে সুকৌশলে উপস্থাপন করা হয়েছে। বইটির বিক্রয় মূল্য ১৫৮টাকা। রকমারি থেকে বইটি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে।
৬. আদর্শ নারী- রকমারি.কম থেকে সর্বাধিক বিক্রয়কৃত নারী বিষয়ক ইসলামী বইয়ের তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে এই বইটির নাম। বইটি রচনা করেছেন আবদুর রাযযাক বিন ইউসুফ এবং প্রকাশও করেছেন তিনি। বইটির বিক্রয় মূল্য ৫৪ টাকা। বইটিতে লেখক একজন মুসলিম নারীর করণীয়-বর্জনীয়সহ যাবতীয় পালনীয় বিধান-হুকুম-আহকামকে একত্রিত করেছেন। রকমারি থেকে বইটি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে।
৭. মুসলিম নারী- রকমারি.কম থেকে সর্বাধিক বিক্রয়কৃত নারী বিষয়ক ইসলামী বইয়ের তালিকার সপ্তম স্থানে রয়েছে এই বইটির নাম। বইটি প্রকাশ করেছে দিলরুবা প্রকাশনী। বইটি লিখেছেন মাওলান আতিকুর রহমান। বইটির বিক্রয় মূল মাত্র ১৭ টাকা। বইটিতে খুব সংক্ষিপ্তভাবে একজন মুসলিম নারীর জীবন যাপনের জন্য জরুরি মাসআলা-মাসায়ের সঙ্কলিত হয়েছে। রকমারি থেকে বইটি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে।
৮. ফিরে এসো নীড়ে- রকমারি.কম থেকে সর্বাধিক বিক্রয়কৃত নারী বিষয়ক ইসলামী বইয়ের তালিকার অষ্টম স্থানে রয়েছে এই বইটির নাম। বইটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। বইটির মূল লেখক সাইয়্যিদা ফাতেমা বিনতে খলীল। বইটি অনুবাদ করেছেন মাওলানা মুহাম্মাদ শফিকুল ইসলাম। বইটির বিক্রয় মূল্য ২৫২ টাকা। একজন নারীর পথভ্রষ্ঠ জীবনের নানাবিধ হাতছানিকে পাশ কাটিয়ে ইসলামের দিক-নিদের্শনায় জীবন যাপণের উৎকৃষ্ট একটি গাইডলাইন এই বইটি। রকমারি থেকে বইটি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে।
৯. কুরআন ও সহিহ হাদিসের আলোকে মহিলাদের নামাজ- রকমারি.কম থেকে সর্বাধিক বিক্রয়কৃত নারী বিষয়ক ইসলামী বইয়ের তালিকার নবম স্থানে রয়েছে এই বইটির নাম। বইটি প্রকাশ করেছে আতিফা পাবলিকেশন্স। বইটির সঙ্কলক শাইখ আবু সাঈদ হাওলাদার। বইটির বিক্রয় মূল্য ৪৯ টাকা। বইটিতে মুসলিম নারীর নামাজ আদায়ের যাবতীয় হুকম-আহকাম ও বিধি-বিদান সংকলিত হয়েছে। রকমারি থেকে বইটি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে।
১০. আহকামুন নিসা- রকমারি.কম থেকে সর্বাধিক বিক্রয়কৃত নারী বিষয়ক ইসলামী বইয়ের তালিকার দশম স্থানে রয়েছে এই বইটির নাম। বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল আশরাফ। গ্রন্থটির লেখক মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন। বইটির বিক্রয় মূল্য ৩১৯ টাকা। বইটি মুলত একজন মুসলিম নারীর জীবন যাপনে সহায়ক যাবতীয় হুকুম-আহকাম ও ইসলামি বিধি-বিধান এবং মাসআলা-মাসায়েলে একটি অনবদ্য সঙ্কলন। রকমারি থেকে বইটি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে।
প্রিয় ইসলাম/সিফাত বিনতে ওয়াহিদ