চলতি বছরের প্রথম ছয় মাসেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে রেকর্ড ১৫৫ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ২০২৫ সালের যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক সেবা খাতে বরাদ্দকৃত বাজেটের চেয়েও বেশি এই ব্যয়।
সম্প্রতি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সিলিকন ভ্যালির শীর্ষ চার প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, মাইক্রোসফট, আমাজন ও গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। এসব প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো এআই খাতে বিনিয়োগ বাড়াতে আগের চেয়ে দ্বিগুণ হারে মূলধন ব্যয় করছে।
মূলধন ব্যয় বলতে বোঝায়, যেসব অর্থ কোম্পানিগুলো স্থায়ী সম্পদ যেমন—ডেটা সেন্টার, সার্ভার ও অত্যাধুনিক চিপ কিনতে বা উন্নয়নে ব্যয় করে। এই অবকাঠামোগুলোর মাধ্যমেই মূলত এআই প্রযুক্তি পরিচালিত হয়। গুগল তাদের সাম্প্রতিক আয় প্রতিবেদনে বলেছে, ‘আমাদের মূলধন ব্যয়ের বেশির ভাগই এআই সমর্থিত সার্ভার ও ডেটা সেন্টারে বিনিয়োগ করেছি।’
মেটা জানিয়েছে, ২০২৫ সালে তারা এ পর্যন্ত ৩ হাজার ৭০ কোটি ডলার খরচ করেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় দ্বিগুণ (১ হাজার ৫২০ কোটি ডলার)। শুধু দ্বিতীয় প্রান্তিকেই প্রতিষ্ঠানটি ১ হাজার ৭০০ কোটি ডলার ব্যয় করেছে, যেখানে গত বছর একই সময়ে খরচ ছিল ৮৫০ কোটি ডলার।
অন্যদিকে, অ্যালফাবেট প্রথম দুই প্রান্তিকে প্রায় ৪ হাজার কোটি ডলার মূলধন ব্যয় করেছে। আমাজন ব্যয় করেছে ৫ হাজার ৫৭০ কোটি ডলার। মাইক্রোসফট জানিয়েছে, চলতি প্রান্তিকে তারা ৩ হাজার কোটি টাকার বেশি খরচ করবে, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি এবং আগের সর্বোচ্চ রেকর্ড ২ হাজার ৪২০ কোটি ডলারকেও ছাড়িয়ে যাবে।