
বাংলাদেশের মানব পতাকা। ছবি: সংগৃহীত
যেখানে ৯ বছরের নারীর বিয়ে আইনসিদ্ধ!
আপডেট: ০৪ জুন ২০১৮, ২১:৫৬
(প্রিয়.কম) বাংলাদেশে বিয়ের জন্য পুরুষদের বয়স ন্যূনতম ২১ ও নারীদের ১৮ বছর হতে হয়; না হলে বিয়ে আইনসঙ্গত হয় না। বিশ্বের বিভিন্ন দেশে বিয়ের বয়সের নিয়ম একেক রকম, যা আমাদের অনেকেরই অজানা। আসুন দেখে নেওয়া যাক নিচের দেশগুলোতে বিয়ের কী নিয়ম চালু আছে—
চীন : চীনে বিয়ের জন্য পুরুষদের বয়স ন্যূনতম ২২ ও নারীদের ২০ দরকার হয়।
চীনের একটি শহর। ছবি: সংগৃহীত
পাকিস্তান: বিয়ের জন্য পাকিস্তানের পুরুষদের বয়স ন্যূনতম ১৮ ও নারীদের ১৬ হওয়া জরুরি।
পাকিস্তানের একটি মসজিদ। ছবি: সংগৃহীত
ভুটান: ভুটানে বিয়ের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়েরই ন্যূনতম বয়স ১৮ হতে হয়।
ভুটানে পাহাড়ের উপরে একটি পর্যটন কেন্দ্র। ছবি: সংগৃহীত
মিয়ানমার: মিয়ানমারে আইনত বিয়ের জন্য পুরুষ ও নারীর অন্তত ১৮ বছর বয়স হওয়া দরকার। তবে এ দেশে বাল্যবিবাহ হয় বলে অভিযোগ রয়েছে।
মিয়ানমারের বৌদ্ধদের বিহার। ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ায় বিয়ের জন্য পুরুষদের বয়স ন্যূনতম ১৯ বছর ও নারীদের ১৬ হওয়া জরুরি। তবে অনেক সময়ই এ দেশে মেয়েদের ১৬ বছরের কম বয়সেই বিয়ে হয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ইন্দোনেশিয়ার একটি দৃষ্টিনন্দন স্থাপনা। ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়া: উত্তর কোরিয়ায় বিয়ের জন্য পুরুষদের বয়স ন্যূনতম ১৮ বছর ও নারীদের ১৭ হওয়া দরকার হয়।
উত্তর কোরিয়ার একটি শহরের প্রবেশদ্বার। ছবি: সংগৃহীত
মালয়েশিয়া: মালয়েশিয়ায় বিয়ের জন্য পুরুষদের বয়স ন্যূনতম ১৮ ও নারীদের ১৬ হতে হয়। তবে শরিয়া আদালত অনুমতি দিলে মেয়েদের কম বয়সেও বিয়ে দেওয়া যায়।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ছবি: সংগৃহীত
ইরান: ইরানের আইনানুসারে মেয়েদের বিয়ের বয়স ১৩ ও ছেলেদের ১৫। তবে মেয়ের ক্ষেত্রে চাইলে ৯ বছর বয়সেই বিয়ে দিতে পারেন অভিভাবক।
পাহাড়ের পাদদেশে ইরানের একটি শহর। ছবি: সংগৃহীত
প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী
- ট্যাগ:
- জটিল
- আন্তর্জাতিক
- পুরুষ
- নারী
- নারী-পুরুষ
- বয়স
- আইন
- ঢাকা