
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশা। ছবি: সংগৃহীত
এশা-কাণ্ড তদন্তে ছাত্রলীগের কমিটি
আপডেট: ১২ এপ্রিল ২০১৮, ২০:৫৫
(প্রিয়.কম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশা কর্তৃক ছাত্রী নির্যাতনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
১২ এপ্রিল, বৃহস্পতিবার ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত কমিটির সদস্যরা হলেন নুসরাত জাহান নুপুর (সহ-সভাপতি,কেন্দ্রীয় ছাত্রলীগ), নিশিতা ইকবাল নদী (সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ), আবিদ আল হাসান (সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ), মোতাহার হোসেন প্রিন্স (সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ)। তদন্ত কমিটিকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে যাওয়ায় ১০ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সুফিয়া কামাল হলের তিন ছাত্রীকে মারধর করেন ইফফাত জাহান এশা। এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আহত ছাত্রীর রক্তাক্ত পা, স্যান্ডেল ও ফ্লোরের বিভিন্ন ছবি ফেসবুকে শেয়ার দিয়ে অনেকেই এর প্রতিবাদ জানান এবং বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ ছাত্রীরা এশাকে অবরুদ্ধ করেন।
ছাত্রীরা বিক্ষোভ করলে রাত একটার দিকে হলে যান প্রাধ্যক্ষ সাবিকা রেজওয়ানা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী। এর দেড় ঘণ্টা পর প্রক্টর জানান, এশাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ।
রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নির্বাহী কমিটির সিদ্ধান্তে ইফফাত জাহান এশাকে বহিষ্কার করা হয়েছে।
চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৮ এপ্রিল রবিবার শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই আন্দোলনের বিরোধিতা করে আসছিল ছাত্রলীগ। ওই দিন রাতে পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরাও আন্দোলনকারীদের ওপর চড়াও হন। আন্দোলনে অংশ নেওয়াদের মধ্যে বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই আন্দোলনে অংশ নেওয়াতেই সুফিয়া কামাল হলের কয়েক ছাত্রীকে মারধর করেন ইফফাত জাহান এশা, এমন অভিযোগ ছাত্রীদের।
প্রিয় সংবাদ/নোমান