
অভ্যুত্থানের বর্ষপূর্তি: দেশের গানে শুরু দিনব্যাপী আয়োজন
অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনটির রাষ্ট্রীয় উদযাপন শুরু হয়েছে সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশনায় দেশের গান দিয়ে।
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়।
এই আয়োজনেই বিকালে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এই অনুষ্ঠানে ঢাকায় লোকসমাগম ঘটাতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এসব ট্রেন দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতাকে ঢাকায় নিয়ে আসছে, সমাবেশ শেষে আবার ফিরিয়ে নিয়ে যাবে।
বেলা সোয়া ১১টা নাগাদ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে নানাবয়সী মানুষ। তাদের কারো হাতে জাতীয় পতাকা, কেউবা পতাকা মাথায় বেঁধেছেন।
মিরপুর থেকে আসা মো. আহমেদুল হাসান আয়োজনে যোগ দিয়েছেন তার বোন এবং ছোট্ট ভাগ্নেকে নিয়ে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০২৪ সালের এই দিনে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিল। সেই দিনটিতেও এখানে এসেছিলাম। আজ আবারও স্মরণ করতেই আসা। এখানে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে। উপভোগ করতে এসেছি।”
অনুষ্ঠান দেখার সুবিধার জন্য অনুষ্ঠানস্থলের আশপাশে বেশ কয়েকটি ডিজিটাল ডিসপ্লে স্থাপন করা হয়েছে। দূরত্ব মেপে বসানো হয়েছে সাউন্ড বক্সও। দর্শনার্থীদে সুবিধার্থে সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছর্য।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনুষ্ঠানস্থলে র্যাব, পুলিশের অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ বসানো হয়েছে। এছাড়া, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেদের বিপুল উপস্থিতিও দেখা গেছে আয়োজন ঘিরে। রয়েছে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়িও।