
‘রবিন হুড’ ছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
ঢাকায় ‘রবিন হুড’
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ১০:৩৯
(প্রিয়.কম) ব্রিটিশ টেলিভিশন ও বিজ্ঞাপন নির্মাতা ওটো বাথার্স্ট। ইংরেজি চলচ্চিত্রের ভীষণ জনপ্রিয় চরিত্র রবিন হুডের নতুন সংস্করণ নির্মাণ করেছেন তিনি। নামও রেখেছেন ‘রবিন হুড’। আর এটি দিয়েই চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটছে তার। ২৩ নভেম্বর যমুনা ফিউচার পার্কের ‘ব্লক বাস্টার’-এ ছবিটি মুক্তি পাবে।
১৮ নভেম্বর সকালে রাজধানীর অন্যতম বিলাসবহুল প্রেক্ষাগৃহ ব্লক বাস্টারের মার্কেটিং এক্সিকিউটিভ মাহবুবুর রহমান প্রিয়.কমকে এ তথ্য জানিয়েছেন।
ছবিতে ব্রিটিশ অভিনেতা টারন এগারটন রবিন হুডের চরিত্রে অভিনয় করেছেন। অপরদিকে জ্যামি ফক্স আছেন রবিন হুডের ভাই লিটল জনের চরিত্রে, বেন মেন্ডেলসনকে দেখা যাবে শেরিফের ভূমিকায়, আর লেডি মারিয়ান হবেন ইভ হিউসন। মারিয়ানের স্বামী লিটল স্কারলেট হয়েছেন জ্যামি ডোরনান। এর শুটিং হয়েছে ক্রোয়েশিয়া, হাঙ্গেরি ও ফ্রান্সে।
বিভিন্ন সময়ে বেশ কয়েকটি কিস্তিতে তৈরি হয়েছে রবিন হুড। যেমন- ১৯২২ সালে নির্মিত ‘রবিন হুড’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ডগলাস ফেয়ারবাঙ্কস।
আর ১৯৩৮ সালে নির্মিত ‘দ্য অ্যাডভেঞ্চারস অব রবিন হুড’-এ অভিনয় করেন এরল ফ্লিন, ‘রবিন হুড: প্রিন্স অব থিভস’-এ ১৯৯১ সালে চরিত্রটি করেছেন কেভিন কসনার।
প্রিয় বিনোদন/গোরা