ওয়ালটন প্রিলুড আর১। ছবি: প্রিয়.কম

ল্যাপটপ রিভিউ: স্বল্প মূল্যে কাজের কাজি ‘ওয়ালটন প্রিলুড আর১’

রাকিবুল হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪২
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪২

(প্রিয়.কম) স্বল্প বাজেটের ল্যাপটপ ক্রেতাদের সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় ঘটাতে যেসব প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে, তাদের মধ্যে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন অন্যতম। তুলনামূলক সাশ্রয়ী বাজেটে দেশীয় বাজারের ক্রেতাদের পরিচয় ঘটাতে তারা বরাবরই অগ্রগণ্য। এরই ধারাবাহিকতায় দেশের ল্যাপটপ বাজারে তাদের নতুন সংযোজন ওয়ালটন প্রিলুড আর১।

ওজনে হালকা (ব্যাটারিসহ ল্যাপটপটির ওজন মাত্র ১.৩৩ কেজি), স্লিম এই ল্যাপটপটি সাড়া ফেলেছে দেশের ল্যাপটপ বাজারে। লেখালেখি, ইন্টারনেট ব্রাউজিং, মুভি দেখা—মোটকথা হালকা কাজের জন্য এই ল্যাপটপটির জুড়ি নেই। দামের দিক থেকে তো অবশ্যই। কম বাজেটের মধ্যে সাশ্রয়ী মূল্যের এই ল্যাপটপটি হতে পারে ক্রেতাদের প্রথম পছন্দ।

ওয়ালটন প্রিলুড আর১। ছবি: প্রিয়.কম

এক নজরে ওয়ালটন প্রিলুড আর১

সিপিইউ+চিপসেট: ইন্টেল অ্যাপোলো লেক এন৩৪৫০ কোয়াডকোর প্রসেসর, ২.২ গিগাহার্জ গতি

ডিসপ্লে: ১৪ দশমিক ১ ইঞ্চি

র‍্যাম: ৪ গিগাবাইট

ভিডিও কন্ট্রোলার: ইন্টেল এইচডি ৫০০ জিপিউ

স্টোরেজ: এক টেরাবাইট

ক্যামেরা: ২ মেগাপিক্সেল

ব্যাটারি: পাঁচ হাজার এমএএইচ

পোর্ট: ল্যাপটপটিতে রয়েছে দুটি ইউএসবি পোর্ট, একটি এইচডিএমআই আউট পোর্ট, একটি হেডফোন বা স্পিকার পোর্ট, একটি পাওয়ার জ্যাক এবং একটি টিএফ কার্ড স্লট।

ওয়ালটন প্রিলুড আর১। ছবি: প্রিয়.কম

১০ দিন ব্যবহারে যেমনটি দেখা গেল

কম দামের মধ্যে বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় এবং সাবলীলভাবে কাজ করতে সক্ষম এমন ল্যাপটপের দিকেই নজর বেশি ক্রেতাদের। আর ওইসব ক্রেতার অন্যতম পছন্দ হতে পারে ওয়ালটন প্রিলুড আর১। ১০ দিন ব্যবহার করে এমনটিই দেখা গেছে। দীর্ঘ সময়ের জন্য যারা হালকা কাজ করেন তাদের মূল ভোক্তা হিসেবে ধরে এই ল্যাপটপটি তৈরি করা হয়েছে।

দীর্ঘস্থায়ী ব্যাটারি ল্যাপটপটির মূল আকর্ষণ

ল্যাপটপের ব্যাটারির ব্যাকআপ সাধারণত নির্ভর করে এর ব্যবহারের ওপর। এই ল্যাপটপটি ব্যবহার করে দেখা গেছে, শতভাগ চার্জ দেওয়ার পর ২৫ শতাংশ ব্রাইটনেসে ব্যাটারির ব্যাকআপ দেখায় ১০ ঘণ্টার কিছুটা বেশি সময়। ৫০ শতাংশ ব্রাইটনেসে ইন্টারনেট ব্রাউজ করে প্রতি ঘণ্টায় ১৩ শতাংশ করে চার্জ কমতে দেখা গেছে। টানা দুই থেকে আড়াই ঘণ্টার দুটি মুভি দেখতে প্রয়োজন পড়েনি চার্জের। এ ছাড়া এক চার্জে লেখালেখি ও ইন্টারনেট ব্রাউজ করে টানা সাড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় চালু ছিল ল্যাপটপটি।

ওয়ালটন প্রিলুড আর১-এর বাম পাশ। ছবি: প্রিয়.কম

ভারী কাজেও পিছিয়ে নেই

বর্তমান সময়ে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি একটু ইউটিউবে কাজ করার ইচ্ছে পোষণ করে থাকে। এ ছাড়া তাদের বাড়তি আগ্রহ থাকে ওয়েবসাইট ডিজাইন বা ছবি এডিটিং নিয়েও। ভিডিও এডিটিংয়ের মতো ভারী কাজের জন্য ল্যাপটপটি উপযুক্ত কি না পরীক্ষা করতে এতে সনি ভেগাস প্রোর ১৩তম সংস্করণটি ইনস্টল করা হয়। একই সঙ্গে কিছু ভিডিও ও স্টিল ফুটেজ ব্যবহার করে কিছু ভিডিও তৈরি করা হয়। ফলাফলে দেখা গেছে, কোনোরকমের সমস্যা ছাড়াই কাজ করেছে এটি। এ সময় ল্যাপটপটি হ্যাং বা স্লো হয়ে যায়নি। এ ছাড়া এইচডি কোয়ালিটির ভিডিওতেও পিছিয়ে ছিল না ল্যাপটপটি।

ওয়ালটন প্রিলুড আর১। ছবি: প্রিয়.কম

ল্যাপটপটির অন্যান্য দিক

ডিজাইন: সোনালি রঙের ওয়ালটন প্রিলুড আর১ ল্যাপটপটির ডিজাইন অনন্য। ল্যাপটপটি চালু হলে পেছনে থাকা ওয়ালটনের ‘ডব্লিউ’ লোগোটি জ্বলে ওঠে। এ ছাড়া এর স্ক্রিনের চারপাশে রয়েছে চিকন বেজেল। স্ক্রিনের উপরে দুই মেগাপিক্সেলের ক্যামেরা। ল্যাপটপের দুই পাশে রয়েছে ইউএসবি পোর্টসহ অন্যান্য পোর্ট। নিচে দুই পাশে দুটি ছোট স্পিকার।

ওয়ালটন প্রিলুড আর১-এর কি-বোর্ড। ছবি: প্রিয়.কম

কি-বোর্ড: ল্যাপটপটির কি-বোর্ডটিতে ইংরেজি বর্ণমালার পাশাপাশি বাংলা বর্ণমালা রয়েছে। বিজয় কি-বোর্ড থাকায় বাংলা লিখতে সুবিধা হবে এর ব্যবহারকারীদের। আকারে বড় হওয়ায় ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে কি-বোর্ডের বাটনগুলো ব্যবহার করতে পারবেন। তবে কি-বোর্ডটিতে নেই আলো বাড়ানো বা কমানো এবং ওয়াইফাই বন্ধ করার সুবিধা। ফলে ব্যবহারকারীকে ম্যান্যুয়ালি আলো বাড়াতে বা কমাতে হবে। সেই সঙ্গে ওয়াইফাই বন্ধ করতে ওয়াইফাই অপশনে গিয়ে ওয়াইফাই বন্ধ করতে হবে।

ওয়ালটন প্রিলুড আর১-এর ডান পাশ। ছবি: প্রিয়.কম

সাউন্ড: ল্যাপটপটিতে দুটি বিল্ট-ইন স্পিকার রয়েছে। স্পিকারগুলো ল্যাপটপের নিচে দুই পাশে অবস্থিত। নির্জন এবং সমান্তরাল স্থানে রেখে সম্পূর্ণ ভলিউমে ইউটিউবে গান চালু করলে ১২ থেকে ১৫ কদম দূরত্ব পর্যন্ত শোনা যাবে গানের শব্দ। তবে সমান্তরালভাবে রেখে জনবহুল স্থানে বা কোলাহলপূর্ণ স্থানে সম্পূর্ণ ভলিউমে ল্যাপটপ থেকে বের হওয়া শব্দ শুনতে ভালোই বেগ পেতে হবে ব্যবহারকারীকে।

ওয়ালটন প্রিলুড আর১-এর পেছনে ছোট দুটি স্পিকার। ছবি: প্রিয়.কম

আরও কিছু প্রয়োজনীয় তথ্য: গতানুগতিক ধারার ল্যাপটপের পাশে সাধারণত কুলার ফ্যান দেখতে পাওয়া যায়। তবে এই ল্যাপটপের পাশে এমন কোনো ফ্যান দেখা যায়নি। টানা ব্যবহারে হালকা গরম হতে দেখা গেছে ল্যাপটপটি। এ ছাড়া অতিরিক্ত ব্যবহারে আলাদা কোনো শব্দেরও সৃষ্টি হয়নি। ল্যাপটপটিতে নেই কোনো সিডি/ডিভিডি-রম ড্রাইভ, ইথারনেট ক্যাবল লাগানোর পোর্ট। ফলে কোনো তথ্য স্থানান্তরে ব্যবহার করতে হবে পেনড্রাইভ এবং ইন্টারনেট ব্যবহার করতে থাকতে হবে ওয়াইফাই রাউটার।

মূল্য: সোনালি রঙের ল্যাপটপটির দাম ২২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ১৯ হাজার ৯৯০ টাকায় মিলবে একই মডেলের সিলভার, কালো রঙের ল্যাপটপগুলো। তবে অনলাইন থেকে অর্ডারে আরও কম মূল্যে পাওয়া যাবে ল্যাপটপগুলো।

প্রিয় প্রযুক্তি/আজাদ চৌধুরী