
ছবি সংগৃহীত
পরিবারের জন্য ভালোবাসাকে বিসর্জন দিয়েছেন যে বলিউড জুটিরা
আপডেট: ০৭ জুলাই ২০১৪, ১৯:০৩
(প্রিয়.কম) কথায় আছে ভালোবাসা আর যুদ্ধের ময়দানে সব ঠিক। অনেকেই আছেন যারা নিজেদের ভালোবাসাকে পাবার জন্য ঘর-বাড়ি-পরিবার সব ছেড়ে পারি দেন বহুদূর, কেবল সবসময় ভালোবাসার মানুষটির হাত দুটো ধরে রাখার জন্য। আরো অনেক জিনিসের পাশাপাশি বলিউডের রোমান্টিক ছবিকেও অনেকে দায়ী করেন সবাই ভালোবাসার ক্ষেত্রে মানুষের এত আবেগপ্রবণ হওয়ার পেছনে। যে আবেগের স্রোতে ভেসে মানুষ ভুলে যায় যে একজনের ভালোবাসাকে পেতে সে পেছনে ফেলে আসছে আরো অনেক মানুষের ভালোবাসাকে। তার পরিবারের ভালোবাসাকে। কিন্তু পর্দায় পরিবারকে অগ্রাহ্য করলেও বাস্তবে ছবির অনেক তারকাও পরিবারকে ছোট করতে পারেননি নিজের ভালোবাসার কাছে। আর পরিবারের জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করা এমন কিছু বলিউড তারকার কথা নিজেই আজকের এই ফিচার। যেমন আপনি কি জানেন, ঋত্বিক-কারিনা এক সময়ে পরস্পরের ভালোবাসায় পাগল ছিলেন? কিংবা পরিবারের কথা ভেবে ক্যাটরিনার সাথে প্রেমকে বিসর্জন দিয়েছে অক্ষয় কুমার? কিংবা জানেন কি গোবিন্দ আর রাণী মুখারজির প্রেম কাহিনী?

১. রনবীর কাপুর- দিপীকা পাড়ুকোন :
বলিউডের এই লাভ বার্ড জুটির বন্ধুত্ব ছবির জগতে পা দেওয়ার সময় থেকেই। প্রকাশ্যে নিজেদের ভালোবাসাকে সবার সামনেই জাহির করেন তারা। রনবীরের প্রতি কমিটেড দিপীকা নিজের ঘাড়ে আঁকেন প্রেমিকের নামের ট্যাটুও। কিন্তু কিছুদিন পর অন্য একটি ছবির সেটে ক্যাটরিনাকে দেখার পর তাকে ভালোবেসে ফেলেন রনবীর আর ছেড়ে দেন দিপীকাকে। যদিও অনেকে বলেন দিপীকাকে ঠিক পছন্দ করে উঠতে পারছিলেন না রনবীরের মা নীতু কাপুর। দিপীকার হুকুম করার মেজাজ বেশ অপছন্দই ছিল তার। আর তাই মাকে সামলাতেই দিপীকাকে ছাড়তে বাধ্য হন রনবীর। যদিও এখনো পর্যন্ত রনবীর দীপিকাকে ছাড়ার পেছনে নিজের মায়ের হাত থাকর ব্যাপারটি অস্বীকার করেছেন।
২. হৃত্বিক- কারিনা :
ছোটবেলা থেকেই বাল্যবন্ধু সুজানের সাথে সম্পর্ক ছিল হৃত্বিকের। ফলে পারিবারিকভাবেই হৃত্বিক-সুজানের বিয়ে প্রায় ঠিক করাই ছিল। কিন্তু ছবির জগতে পা দেবার পরপরই হৃত্বিক দেখা পান কারিনা কাপুরের। তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। ধিরে ধিরে সেই বন্ধুত্বের গবীরতা গিয়ে পৌঁছোয় ভালোবাসায়। কিন্তু বেচারা হৃত্বিক! পরিবারের জন্য নিজের ভালোবাসাকে ভুলে পারিবারিক বিয়েতেই হাজির হতে হয় তাকে। আর হৃত্বিকের এমন সিদ্ধান্তের পর কারিনাও চলে যান অন্য পথে।
৩. সালমান- ঐশ্বরিয়া :
বলিউডের সবচাইতে ট্র্যাজিক বিচ্ছেদ নামে পরিচিত সালমান- ঐশ্বরিয়ার বিচ্ছেদ। হাম দিল দে চুকে সানামের সেট থেকেই একে অন্যের ভালোবাসায় জড়িয়ে পড়েন সালমান- ঐশ্বর্য। কিন্তু ঐশ্বরিয়ার পরিবার কখনোই জামাই হিসেবে মেনে নিতে পারেনি সালমানকে। আর পরিবারের প্রতি ভালোবাসা এবং আরো নানা কারণে একসময় ঐশ্বরিয়া হাত ছেড়ে দিতে বাধ্য হন সাল্লুর।
৪. অক্ষয়-ক্যাটরিনা :
ক্যারিয়ারের প্রথম থেকেই নানা ফুলে মধু খেয়ে বেড়ানো খিলাড়ি কুমার অক্ষয় টুইঙ্কেল খান্নাকে বিয়ে করে খানিকটা স্থির হলেও ক্যাটরিনা এসে প্রায় উড়িয়েই নিয়ে গেছিল সেই স্থিরতা। কিন্তু নিজের পরিবারকে এভাবে শেষ হয়ে যেতে দিতে চাননি টুইঙ্কেল। হুমকিই দিয়ে বসেছিলন তিনি অক্ষযকে। আর স্ত্রীর এমন শাসনে নিজের ভুল বুঝে অক্ষয়ও ভালো স্বামীর মতন ফের ফিরে এসেছিলন ক্যাটরিনার হাত ছেড়ে নিজের ঘরে।
৫. গোবিন্দ- রানী মুখার্জী :
মাঝখানে গোবিন্দ বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন বলিউডে রানী মুখার্জীর সাথে নিজের সম্পর্ক গড়ে তুলে। বলিউডের সবার কাছেই বেশ পরিষ্কার হয়ে গিয়েছিল তাদের এই সম্পর্ক। আর স্বামীর এহেন আচরণে ক্ষুধ্ব হযে বাড়ি ছেড়ে চলে গেছিলেন গোবিন্দের স্ত্রী। আর স্ত্রী চলে যাবার পরেই টনক নড়ে গোবিন্দর। রানীকে ছেড়ে দিয়ে ফের তিনি ফিরে আসের পরিবারের কাছে।
৬. অমিতাভ বচ্চন- রেখা :
খুন পাসিনা, সোহাগ, মুকাদ্দার কি সিকান্দার সহ আরো অনেক বিখ্যাত ছবির নায়ক-নায়িকা এই তারকা জুটি বেশ গভীরভাবেই একে অন্যের সাথে জড়িয়ে গিয়েছিলেন। এমনকি অমিতাভের নামে একসময় নিজের সিঁথিতে সিঁদুরও লাগাতে শুরু করেন রেখা। কিন্তু তারপরেই স্ত্রী জয়া বচ্চন রাশ টানেন অমিতাভের। বোঝান রেখাকেও। আর তার প্রচেষ্টাতেই নিজের ভালোবাসাকে ভুলে পরিবারের কাছে ফিরে আসেন অমিতাভ।
৭. দিলীপ কুমার- মধুবালা :
বলিউডের রুপালী পর্দার এই বিখ্যাত জুটির মধ্যে ভালোবাসা ছিল বাস্তবেও। কিন্তু সম্পর্কের একটা পর্যায়ে মধুবালার বাবার সাথে বেশ খারাপ আচরণ করে দিলিপ। আর তাই বাবার কাছে গিয়ে দিলীপকে ক্ষমা চাইতে বলেন মধুবালা। কিন্তু নিজের আত্মম্ভরিতার কাছে হার মানেন দিলিপ। ক্ষমা চাননা মধুবালার বাবার কাছে। আর নিজের বাবার ও নিজের সম্মআন বাঁচাতেই শেষ অব্দি দিলীপ কুমারের হাত ছেড়ে দেন মধুবালা।- ট্যাগ:
- বলিউড
- বিনোদন
- তারকা প্রেম
- বলিউড