You have reached your daily news limit

Please log in to continue


প্রেক্ষাগৃহে আসছে নতুন দুই সিনেমা

কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছয়টি সিনেমা। এখনো প্রেক্ষাগৃহে চলছে সিনেমাগুলো। অবশেষে এক মাস পর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আগামী দুই সপ্তাহে দুটি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। ১১ জুলাই মুক্তি পাচ্ছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’ এবং ১৮ জুলাই আসছে বিপ্লব হায়দারের ‘আলী’।

সেন্সর জটিলতা পেরিয়ে অন্যদিন

নির্মাতা কামার আহমাদ সাইমনের ওয়াটার ট্রিলজির দ্বিতীয় সিনেমা ‘অন্যদিন’। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে পুরস্কার ও প্রশংসা। তবে সেন্সর জটিলতায় এত দিন বাংলাদেশের দর্শকদের সামনে আসতে পারছিল না অন্যদিন। ২০২৩ সালের মে মাসে তৎকালীন সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় সিনেমাটি। দুই বছর আটকে থাকার পর অবশেষে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

অন্যদিন সিনেমার গল্পে দেখা যাবে ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে রকেট নামের স্টিমার। এ স্টিমারে রয়েছে নানা বয়সের নানা শ্রেণির যাত্রী। আছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয়পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। সিনেমাটি প্রযোজনা করেছেন সারা আফরীন।

বাক্‌প্রতিবন্ধী ও তার বোনের গল্পে আলী

কোরবানির ঈদে আলী সিনেমার মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা বিপ্লব হায়দার। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। চলতি মাসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১৮ জুলাই সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে আলী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন