ছবি সংগৃহীত

নারী মোটা হলেই কি অসুন্দর? দেখুন ১৫ জন "অন্যরকম" সুন্দরীদের!

প্রিয় লাইফ
লেখক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৫, ১৭:৫৫
আপডেট: ১৪ জানুয়ারি ২০১৫, ১৭:৫৫

(প্রিয়.কম) বছর কয়েক আগে ফ্যাশনের জগতে লেগেছে "সাইজ জিরো" হবার হাওয়া। রোগা, হাড্ডিসার শরীর আর সেটাই বিবেচ্য সুন্দর হিসাবে। সিনেমার নায়িকা হতে শুরু করে সাধারণ মেয়েরা পর্যন্ত ছুটতে শুরু করলেন সাইজ জিরো হবার পেছনে। ক্রাশ ডায়েট করে অসুস্থ হওয়া, প্লাস্টিক সার্জারি, হাড্ডিসার হবার জনও মাদকাসক্ত হওয়া ইত্যাদি কত রকমের পন্থা যে আবিষ্কার হতে থাকত। নিজের শরীরের সামান্য একটু ভাঁজ, কয়েক কেজি বাড়তি ওজন নিয়েই নারীরা ভারী লজ্জিত। কীভাবে সেটাকে লুকিয়ে রাখবেন, এটা ভেবে চিন্তার অন্ত নেই কারো। তবে পশ্চিমা দুনিয়ার পালে লেগেছে পরিবর্তনের হাওয়া। এখন আর পশ্চিমা ফ্যাশনে হাড্ডি সার নারীরা সুন্দর বলে বিবেচিত নন। বরং একটু বাড়তি ওজনের "কার্ভি" শরীরের নারীরাই আস্তে আস্তে হয়ে উঠছেন সুন্দর। এবং অনেক পশ্চিমা নারীই নিজেকে অত্যাচার করে স্লিম করে তোলার চাইতে সুস্থ ও সবল থাকার দিকেই বেশি নজর দিচ্ছেন। এ তো গেলো পশ্চিমা দুনিয়ার কথা, কিন্তু আমাদের সমাজে কী? আমাদের সমাজে মোটা নারী মানুশেই অসুন্দর। মোটা মেয়েদের বিয়ে হয় না, মোটা মেয়েদের প্রেমিক হয় না। বিয়ের পর শ্বশুরবাড়িতে কথা তো শুনতে হয়ই, নিজের বাড়িতেও কথা কিছু কম শুনতে হয় না। সেই সাথে আছে সাথে স্কুল-কলেজ থেকে শুরু করে রাস্তায় পর্যন্ত কটু কথার শিকার। কিন্তু একবার ভেবে দেখুন তো, একজন মানুষের শরীরের আকৃতিটাই কী সব? মানুষকে তাঁর শরীরের আকৃতির জন্য বিচার করার অর্থ তাঁকে তাঁর যৌন আকর্ষণ দিয়ে বিচার করা। কিন্তু একজন মানুষ মাত্রই কি কেবল যৌন আকর্ষণ? একজন নারী মানে কি কেবলই যৌনতা? সুন্দর হবার জন্য আসলেই কি একদম নিখুঁত শরীরের অধিকারী হতে হবে? প্রশ্নগুলো জবাব খুঁজতে দেখুন এই ১৫ জন সুন্দরীকে। তাঁদের কারো ওজনটা একটু বেশি, কারো শরীরে আছে অনেকটা মেদ, কারো থাই ভারী আবার কারো পেট, কেউ কেউ রীতিমত মোটা। কিন্তু একটা ক্ষেত্রে সকলেই সমান। আর সেটা হচ্ছে তাঁরা সকলেই ভীষণ সুন্দরী ও আকর্ষণীয়। কেন বলছি এই কথা? ছবিগুলো দেখলেই বুঝবেন!