সন্তানের জীবনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে থাকুন
১. শিশুর আস্থা অর্জন করুন। তার সঙ্গে মিশুন বন্ধুর মতো। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে শিশু নির্যাতনের লক্ষণগুলো খুব দ্রুত আপনার চোখে পড়বে। কোনো কিছু ঘটার সঙ্গে সঙ্গে শিশু আপনার কাছে খুলে বলবে। সন্দেহজনক কিছু দেখলে বা শুনলে আপনি আপনার সন্তানকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে পারবেন।
২. শিশুসন্তান সারা দিন কী কী করে, সেসব বিষয়ে আগ্রহ দেখান। তাকে জিজ্ঞাসা করুন, দিনের বেলা সে কী করেছে এবং কার কার সঙ্গে মিশেছে, স্কুলের টিফিন কার সঙ্গে বসে খেয়েছে, ছুটির পর কোন খেলা খেলেছে, তারা কি নিজেদের খেলাধুলা ও বাকি সব কাজ উপভোগ করেছে?