
ছবি সংগৃহীত
নবজাতকের অসুস্থতার লক্ষনগুলি
প্রকাশিত: ১০ জুন ২০১৩, ১২:৩১
আপডেট: ১০ জুন ২০১৩, ১২:৩১
আপডেট: ১০ জুন ২০১৩, ১২:৩১
বাড়ির ছোট বাচ্চাটি অসুস্থ হলে পরিবারের সকলেই দারুন চিন্তিত হয়ে পড়েন। সব থেকে দুশ্চিন্তা যে মায়েরই হয় তা তো বলাই বাহুল্য। ছোট শিশুরা শারীরিক অসুবিধার কথাগুলো পরিষ্কার করে আমাদের বলতে পারে না। তবে বাচ্চাকে দুর্বল দেখালে,খেতে না চাইলে,খেলা ধুলা না করলে ধরে নেয়া যায় যে বাচ্চার শরীরে কোন সমস্যা হচ্ছে। বাচ্চা অসুস্থ কি করে বুঝবেন তাই নিয়েই আজকের আয়োজন - ছোট বাচ্চারা মুখে বলে বোঝাতে পারে না তাঁদের শারীরিক কষ্ট বা অসুবিধার কথা। হয়তো তারা কাঁদে বা অন্য কোনোভাবে প্রকাশ করে। তাই বাবা মায়েদেরই বুঝে নিতে হবে সন্তানের অসুবিধা গুলো। নিচের বিষয় গুলোর দিকে লক্ষ্য রাখলে নতুন বাবা মায়েরা খুব সহজেই বুঝে নিতে পারবেন শিশুর অসুস্থতা।
- বাচ্চার শরীরের তাপমাত্রা যদি ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় তাহলে বুঝে নিবেন যে বাচ্চার জ্বর হয়েছে। গা গরম হয়েছে মনে করে অবহেলা করবেন না। বাচ্চার শরীর গরম মনে হলে দেরি না করে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখুন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
- বাচ্চা যদি অনবরত কেঁদেই যায় আর মায়ের কোলে গিয়েও শান্ত না হয়, তাহলে বুঝে নিবেন কোন একটা বড় শারীরিক সমস্যা হচ্ছে।
- এক দিনের ভেতর বেশ কয়েকবার যদি বমি করে শিশু, অবিলম্বে ডাক্তারের কাছে নিন।
- বাচ্চা যদি এক দিনে বেশ কয়েকবার পাতলা পায়খানা করে, তবে ঘরোয়া টোটকা না দিয়ে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন।
- বাচ্চা যদি একদমই খাবার বা পানি না খেতে চায়, বুঝে নিবেন যে তার শরীর খারাপ। খাওয়াতে গেলে ক্রমাগত কান্না করা, মুখে দিলে খাবার উগড়ে দেয়াও অসুস্থতার লক্ষণ।
- বাচ্চার গলা যদি ফুলে যায় বা লাল হয়ে যায় অথবা পানি না দুধ গেলার সময় যদি কান্না করে তবে বুঝতে হবে বাচ্চার গলা ব্যাথা বা গলায় কোনও হয়েছে ।
- বাচ্চার শরীরে যদি কোন লাল রঙের গুটি বা র্যাশ দেখা দেয় ।
- বাচ্চার যদি খিঁচুনি দেখা দেয়।
- বাচ্চা যদি খুব শব্দ করে তাড়াতাড়ি নিঃশ্বাস নেয়। শ্বাস নেয়ার সময় বুক যদি ভেতরের দিকে ডেবে যায়।
- অতিরিক্ত জ্বরের কারনে বাচ্চা যদি জ্ঞান হারিয়ে ফেলে ।
- বাচ্চা যদি পড়ে বা কোনোভাবে ব্যথা পেয়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে ।
- বাচ্চা যদি ঝিমিয়ে পরতে থাকে, নড়াচড়া কম করে ।
- বাচ্চার শরীরের কোন অংশে যদি বেগুনি বা লাল রক্তের ছোপের মতো র্যাশ দেখা দেয় ।
১ ঘণ্টা, ৫১ মিনিট আগে
১ ঘণ্টা, ৫২ মিনিট আগে
১ ঘণ্টা, ৫৩ মিনিট আগে
১ ঘণ্টা, ৫৪ মিনিট আগে
১ ঘণ্টা, ৫৩ মিনিট আগে
১ ঘণ্টা, ৫৮ মিনিট আগে
১৯ ঘণ্টা, ২৫ মিনিট আগে
১৯ ঘণ্টা, ২৯ মিনিট আগে
ঢাকা পোষ্ট
| বরিশাল বিভাগ
২২ ঘণ্টা, ২৪ মিনিট আগে