You have reached your daily news limit

Please log in to continue


বৃষ্টিতে ভিজে ফরজ গোসল করা যাবে কি

প্রকৃতির সৌন্দর্য ও কল্যাণের অন্যতম নিদর্শন হলো বৃষ্টি। এটি শুধু মাটিকে সিক্ত করে না, বরং মানবজীবনেও বহুমাত্রিক উপকার বয়ে আনে। গ্রামীণ জনজীবনে বৃষ্টির জল মানে—স্নিগ্ধতা, উর্বরতা এবং মাঝে মাঝে তা হয়ে ওঠে পরিপূর্ণ গোসলের উৎস।

অনেকেই বর্ষাকালে বৃষ্টিতে ভিজে শরীর ধুয়ে নেন। কিন্তু প্রশ্ন হলো—এ পানি কি ফরজ গোসলের জন্য যথেষ্ট? শরিয়তের দৃষ্টিতে কি বৃষ্টির পানিতে গোসল করলে ফরজ গোসল আদায় হবে? আসুন, কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি জেনে নিই।

আল্লাহ তাআলা বলেন, ‘আর তারা নিরাশ হয়ে পড়লে তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তাঁর রহমত ছড়িয়ে দেন। আর তিনিই তো অভিভাবক, প্রশংসিত।’ (সুরা শুরা: ২৮)

অন্য আয়াতে এসেছে, ‘আর আমি বায়ুকে উর্বরকারীরূপে প্রেরণ করি। অতঃপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করাই। কিন্তু তোমরা তার সংরক্ষণকারী নও।’ (সুরা হিজর: ২২)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন