‘মেটে’ জন্ডিস হলে করণীয়

প্রথম আলো প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১২:১৫

মেটে জন্ডিস সাধারণ মানুষের মধ্যে প্রচলিত একটি শব্দ। কিন্তু চিকিৎসাবিজ্ঞানে এটি নির্দিষ্ট কোনো রোগের নাম নয়। মানুষ মেটে জন্ডিস বলতে সেই ধরনের জন্ডিসকে বোঝায়, যেখানে চোখ বা ত্বক হালকা কালচে বা ধূসর হলুদাভাব ধারণ করে। সচরাচর জন্ডিস হলে চোখ বা ত্বকে হলুদাভ ভাবটি তীব্র থাকে। কিন্তু মেটে জন্ডিসে এত তীব্র মাত্রার হলদে ভাব থাকে না। অনেকে হলদে ভাব ও খাবার খেতে অনীহা থাকলেও মেটে জন্ডিস হয়েছে বলে ধরে নেন।


সম্ভাব্য কারণ


আংশিক বিলিরুবিন বৃদ্ধি: রক্তে বিলিরুবিন বেড়ে যাওয়াকেই চিকিৎসার ভাষায় জন্ডিস বলে। অতিমাত্রায় বিলিরুবিন বাড়লে চোখ, ত্বক, ঘাড় হলুদ হয়ে যায়। আর বিলিরুবিন স্বাভাবিক মাত্রা থেকে অল্প বাড়লে মেটে জন্ডিসের মতো রং ধারণ করে।


দীর্ঘস্থায়ী লিভার ডিজিজ: লিভারের কিছু দুরারোগ্য ব্যাধি আছে, যেখানে লিভারে দীর্ঘস্থায়ী পরিবর্তন হয়ে ক্ষত হয়ে যায়। আগের অবস্থায় ফিরে আসার সুযোগ থাকে না, লিভারের কার্যক্ষমতা ক্রমশ খারাপ হতে থাকে। এসব সমস্যায় মৃদু জন্ডিস হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও